১৪
ভারতের জাতির জনক মোহনদাস করমচাঁদ গান্ধীর জন্মজয়ন্তী পালন উপলক্ষ্যে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে আমদানি- রপ্তানি বন্ধ রয়েছে।
সোমবার (২ অক্টোবর) ভোমরা সিএন্ডএফ এজেন্ট এ্যসোসিয়েশনের সাধারণ সম্পাদক মাকসুদ খান এ তথ্য নিশ্চিত করেন।
মাকসুদ খান জানান, মহাত্মা গান্ধীর জন্মদিন ভারতে জাতীয় ছুটি হিসেবে ঘোষিত। সে কারণে ভোমরার বিপরীতে ভারতের ঘোজাডাঙায় সরকারি অফিস ছুটি রয়েছে। ফলে আজ ভোমরা বন্দরে কোন কার্যক্রম চলবে না।
তিনি আরও জানান, আগামীকাল মঙ্গলবার ( ৩ অক্টোবর) থেকে আবারো আমদানি– রপ্তানি কার্যক্রম চলবে।
এসএ/দীপ্ত নিউজ