দিনাজপুরের বিরল থেকে লিচুর পর এবার আনুষ্ঠানিকভাবে ইংল্যান্ডে আম রপ্তানি কার্যক্রম চালু হয়েছে। বাড়ি ফোর জাতের ৩০০ কেজি, ব্যানানা ম্যাংগো জাতের ২০০ কেজিসহ মোট ৫০০ কেজি আম ইংল্যান্ডের দূতাবাসে পাঠানো হয়।
বুধবার (৮ জুলাই) দিনাজপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামার বাড়ি থেকে আম রপ্তানির কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়।
কৃষি কর্মকর্তা মোস্তফা হাসান বলেন, বাছাইকৃত বাগান থেকে বাড়ি ফোর জাতের ৩০০ কেজি ও ব্যানানা ম্যাংগো জাতের ২০০ কেজি আম প্যাকেটজাত করে ঢাকার ইংল্যান্ড দূতাবাসে পাঠানো হয়। এরপর প্রসেসিং এর মাধ্যমে বিশেষ ফ্লাইটে ইংল্যান্ডে পাঠানো হবে।
তিনি আরও বলেন, এই আম ইংল্যান্ড প্রবাসীদের নিকট পাঠানো হচ্ছে এবং তাদের চাহিদা মত পর্যায়ক্রমে আরও বিভিন্ন জাতের আম পাঠানো হবে।
কৃষি সম্প্রসারণ পরিচালক কৃষিবিদ নুরুজ্জামান বলেন, আগেও দিনাজপুর থেকে ফ্রান্সে লিচু পাঠানো হয়েছিল। এই প্রথম লিচুর পর ইংল্যান্ডে আম পাঠানোর হচ্ছে। দিনাজপুরে প্রায় ৭০ জাতের আম উৎপাদিত হয়। এই আম ইংল্যান্ড সহ পৃথিবীর বিভিন্ন দেশে রপ্তানি করতে পারলে দেশের অর্থনৈতিক উন্নয়নে সমৃদ্ধ হবে।
সুলতান মাহমুদ/এসএ/দীপ্ত নিউজ