নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) বীর মুক্তিযোদ্ধা আবদুল মালেক উকিল আবাসিক হলের ছাদ থেকে আপরশি মারমা (২১) নামের এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (২০ মার্চ) রাত ১১ টার দিকে বীর মুক্তিযোদ্ধা আবদুল মালেক উকিল আবাসিক হলের ছাদে তার ঝুলন্ত মরদেহ দেখার পর প্রশাসনকে খবর দেয় হলে থাকা অন্য শিক্ষার্থীরা।
এটি আত্মহত্যা বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
জানা যায়, আপরশি মারমা বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের ২০১৮–১৯ সেশনের শিক্ষার্থী ছিলেন। তার গ্রামের বাড়ি খাগড়াছড়ি জেলায়। তিনি ভাষা সৈনিক আবদুস সালাম হলের ২১২ নম্বর রুমের বাসিন্দা।
নিহতের সহপাঠীরা জানান, আপরশি মার্মা প্রায়ই মালেক উকিল হলে খাবার খেতে যান। সেখানে তার বন্ধু ও বড় ভাইদের সাথে সময় কাটান তিনি।
বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রোক্টর ও অর্থনীতি বিভাগের চেয়ারম্যান মো. ইকবাল হোসাইন সুমন বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়েই আমরা প্রোক্টরিয়াল টিম দ্রুত ঘটনাস্থলে ছুটে আসি। ঘটনাস্থলে পুলিশ এসেছে এবং সুরতহালের জন্য মরদেহকে মর্গে পাঠানো হবে।
আফ/দীপ্ত সংবাদ