আলোচিত মাংস ব্যবসায়ী খলিলুর রহমান তার দোকানে আবারও মাংসের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছেন। এখন থেকে তার দোকানে প্রতিকেজি গরুর মাংস বিক্রি হবে ৫৯৫ টাকায়।
২০ রমজান পর্যন্ত আবারও ৫৯৫ টাকায় গরুর মাংস বিক্রির ঘোষণা দিয়েছেন খলিল। সকাল ৭টা থেকে বিকেল ৩টা পর্যন্ত চলবে তার দোকান।
রবিবার (২৪ মার্চ) দুপুরে বাণিজ্য মন্ত্রণালয়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান তারা।
এ সময় ভোক্তা অধিদপ্তরের মহাপরিচালক এ এইচ এম শফিকুজ্জামান, পুরান ঢাকার মাংস বিক্রেতা নয়ন, মিরপুরের মাংস বিক্রেতা উজ্জ্বলসহ অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মাংস ব্যবসায়ী খলিলুর রহমান বলেন, ২০ রমজান পর্যন্ত ৫৯৫ টাকায় মাংস বিক্রি করবো। প্রতিদিন ২০টি করে গরু জবাই হবে বিকেল পর্যন্ত। আমি কথা দিয়েছিলাম সেটা রাখবো।
আল / দীপ্ত সংবাদ