আবারও বাউল গানের উৎসব করলো দীপ্ত টিভি। দেশের লোকসংগীতের অন্যতম ধারা বাউল গানের একঝাঁক শিল্পীকে নিয়ে আয়োজন করল– ‘দীপ্ত বাউল গান উৎসব‘।
বৃহস্পতিবার (২ মার্চ) প্রতিষ্ঠানটির তেজগাঁও কার্যালয়ে ‘দীপ্ত বাউল গান উৎসব‘ শিরোনামে এই আয়োজন করা হয়। এতে বেশ কয়েকজন নামকরা শিল্পী গান পরিবেশন করেন।
একে একে গান পরিবেশন করেন চন্দনা মজুমদার, সমীর বাউল, কানিজ খন্দকার, ওমর আলীসহ দেশ বরেণ্য শিল্পীরা।
এই আসরে প্রধান অতিথি ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। দর্শক সারিতে বসে পুরো অনুষ্ঠান উপভোগ করেন। এই উৎসবের ভূয়সী প্রশংসা করেন তিনি।
অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন, ‘বাউলের কথা বললে সিলেটের হাসন রাজার কথা বলতেই হবে। তারা বাউলকে অনেক অনেক সমৃদ্ধ করেছেন। অনেক উঁচুতে নিয়ে গেছেন।‘
আফ/দীপ্ত সংবাদ