ঢালিউড অভিনেত্রী আফিয়া নুসরাত বর্ষা। তিনি বিভিন্ন বিষয় নিয়ে আলোচিত ও সমালোচিত হয়ে থাকেন। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে তার স্টোরিতে দেখা গেছে, কারিনা কাপুর, সাইফ আলি ও তাদের ছোটপুত্র জাহাঙ্গীর এবং সাইফ আলি খান ও তার প্রথম স্ত্রীর মেয়ে সারা আলি খানকে।
সেই ছবির নিচে বর্ষা লিখেছেন ‘আমি বাংলাদেশের কারিনা কাপুর। এর জন্য আমি গর্ব বোধ করছি।‘ সেই স্টোরিকে কেন্দ্র করে আবারও আলোচনায় অভিনেত্রী বর্ষা।
তবে ঘটনা মোড় নিয়েছে অন্যদিকে,বর্ষা ফেসবুকে শেয়ার করেছেন বুবলী ও তার সন্তানের (শাকিব ও বুবলীর সন্তান শেহজাদ খান বীর) একটি ছবি। ক্যাপশনে লিখেছেন, ‘সুন্দর’।
চিত্রনায়িকা অপু বিশ্বাস বিষয়টি ভালো ভাবে নেয়নি ,এ ঘটনার পর অপু তার ফেসবুকে সোমবার (০৬ মার্চ) সকালে একটি ভিডিও শেয়ার করেছেন। যা হলো– বর্ষার স্বামী চিত্রনায়ক অনন্ত জলিলের প্রথম স্ত্রীর মেয়ের বিয়ের ভিডিও। অপুও এর ক্যাপশন দিয়েছেন, ‘সুন্দর’।
যূথী/দীপ্ত সংবাদ