তিন ম্যাচের সিরিজের প্রথম ওয়ানডেতে ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ৬ উইকেটে হারিয়েছে আফগানিস্তান। তাতে ক্রিকেটের যেকোনো সংস্করণে প্রথমবারের মতো প্রোটিয়াদের হারানোর স্বাদ পেলো রশিদ–নবিরা।
সংযুক্ত আরব আমিরাকে শারজায় টস জিতে আগে ব্যাট করতে নেমে ফজল হক ফারুকি এবং আল্লাহ্ মোহাম্মাদ ঘজনফরের বোলিং তোপে ৩৬ রানে ৭ উইকেট হারিয়ে ফেলা প্রোটিয়াদের সামনে তখন নিজেদের দলীয় সর্বনিম্ন ৬৯ রানের আগে গুটিয়ে যাওয়ার শঙ্কা। সেই বিপর্যয় থেকে দলকে টেনে তোলেন উইয়ান মুল্ডার ও বিয়র্ন ফরচুইন। দুজনে যোগ করেন ৭৫ রান। শেষ পর্যন্ত ৩৩ ওভার তিন বলে ১০৬ রানে গুটিয়ে যায় তারা। লক্ষ্য তাড়ায় হেসেখেলেই জয়ের বন্দরে নোঙর ফেলে আফগানিস্তান।
জয়ের সময় ৬ উইকেটের পাশাপাশি আফগানদের হাতে ছিলো ১৪৪ বল।