লিটন কুমার দাশের নেতৃত্বে কাল আফগানিস্তানের বিপক্ষে সিরিজের একমাত্র টেস্ট ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। বুধবার (১৪ জুন) মিরপুর শেরে–ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে সকাল সাড়ে ৯ টা থেকে শুরু হবে ম্যাচটি।
পুরো ফিট না থাকায় ওপেনার তামিম ইকবাল থাকছেন না একাদশে। তার পরিবর্তে একাদশে দেখা যেতে পারে মাহমুদুল হাসান জয়কে। আর আঙুলের ইনজুরির কারণে এই সিরিজেও খেলছেন না সাকিব আল হাসান।
ম্যাচের আগেরদিন মঙ্গলবার (১৩ জুন) অনুশীলন করেছে দু‘দল। অনুশীলন শেষে সংবাদ সম্মেলনে টাইগার কোচ হাথুরুসিংহে বলেন, ‘তাদের বিপক্ষে অতীত ভালো নয় আমাদের, কিন্তু আমরা এই ম্যাচে জয়ের ব্যাপারে কনফিডেন্ট।‘
আফগানিস্তানের বিপক্ষে এখন পর্যন্ত মাত্র একটি টেস্ট ম্যাচই খেলেছে বাংলাদেশ। ২০১৯ সালে সাদা পোষাকের সে লড়াইয়ে রশিদ খানের বোলিং নৈপুণ্য ২২৪ রানের বড় ব্যবধানে হারতে হয়েছিল টাইগারদের। যা কিনা এখন পর্যন্ত টেস্টে রানের বিচারে আফগানদের সবচেয়ে বড় জয়।
এবার দ্বিতীয়বারের মতো মুখোমুখি হবে দু‘দল। তবে গতবারের অনেকেই নেই এবারের আফগান দলে। বিশ্রামের কারণে এই সিরিজে থাকছেন না আফগানদের অন্যতম সফল বোলার রশিদ খান।
তবে এই ব্যাপারে চিন্তিত নন আফগান বাহিনী। আফগান কোচ জনাথন ট্রট সংবাদ সম্মেলনে বলেন, “দলে এমন অনেকে আছে যারা সাদা বলে খেলেনি। আন্তর্জাতিক ক্রিকেট তাদের জন্য নতুন। ব্যাপারটা চ্যালেঞ্জিং, তবে কোচিং প্যানেলের জন্য রোমাঞ্চকর। বাংলাদেশে খেলা যে কোনো দলের জন্যই কঠিন। আমরা নিজেদের সেরাটাই চেষ্টা করবো।”
ইমাম/দীপ্ত নিউজ