শেষ হয়েছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা ফিরে পাওয়ার তৃতীয় দিনের শুনানি। এদিন ৬১ জনের আপিল মঞ্জুর করেছে নির্বাচন কমিশন (ইসি)।
মঙ্গলবার (১২ ডিসেম্বর) সকাল ১০টায় রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে তৃতীয় দিনে ক্রমিক নম্বর অনুসারে ২০১ থেকে ৩০০ পর্যন্ত আপিল শুনানি হয়।
নির্বাচন কমিশন সূত্র জানায়, মঙ্গলবার ৯৮টি আপিলের শুনানি হয়। এতে প্রার্থিতা ফিরে পান ৬১ জন। আপিল নামঞ্জুর হয় ৩৫ জনের। আর স্থগিত রয়েছে ২টি আপিল।
এরআগে, সোমবার (১১ ডিসেম্বর) মোট ১০০টি আপিল শুনানির মধ্যে ৫১ জন প্রার্থিতা ফিরে পান। আবেদন নামঞ্জুর হয়েছে ৪১ জনের, আর স্থগিত রয়েছে ৮টি আবেদন। আর প্রথমদিনের শুনানিতে রোববার (১০ ডিসেম্বর) ৫৬ জন প্রার্থিতা ফিরে পান। ৩২টি আবেদন নামঞ্জুর ও ৬টির আদেশ স্থগিত হয়।
আরও পড়ুন: দ্বিতীয় দিন প্রার্থিতা ফিরে পেলেন ৫১জন
আগামীকাল বুধবার (১৩ ডিসেম্বর) ৩০১ থেকে ৪০০ নম্বর আপিলের শুনানি হবে। এরপর বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) ৪০১ থেকে ৫০০ নম্বর এবং শুক্রবার (১৫ ডিসেম্বর) ৫০১ থেকে অবশিষ্ট আপিলের শুনানি অনুষ্ঠিত হবে।
এসএ/দীপ্ত নিউজ