আজ সোমবার, ১৩ অক্টোবর ২০২৫; ২৮ আশ্বিন ১৪৩২। দিনটি কারো জন্য নতুন সম্ভাবনার, আবার কারো জন্য চ্যালেঞ্জের। চন্দ্রের অবস্থান, গ্রহ–নক্ষত্রের গতিবিধি ও ভাগ্যরেখা মিলিয়ে আপনার দিন কেমন যাবে? দেখে নিন রাশিফলে।
মেষ (২১ মার্চ – ১৯ এপ্রিল):
নিজের আত্মবিশ্বাস ধরে রাখুন। কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব পেতে পারেন। বন্ধুত্বে ভুল বোঝাবুঝি দূর হবে। বিকেলে ক্লান্তি দেখা দিতে পারে, বিশ্রাম প্রয়োজন।
বৃষ (২০ এপ্রিল – ২০ মে):
অর্থব্যয় কিছুটা বাড়বে, তবে নতুন আয়ের সম্ভাবনাও আছে। প্রিয়জনের কাছ থেকে সহায়তা পাবেন। স্বাস্থ্য ভালো থাকবে।
মিথুন (২১ মে – ২০ জুন):
সামাজিক যোগাযোগ ও সম্পর্কের উন্নতি হবে। কর্মক্ষেত্রে স্বীকৃতি পেতে পারেন। প্রেমে মধুর সময়।
কর্কট (২১ জুন – ২২ জুলাই):
পারিবারিক বিষয়ে ধৈর্য ধরুন। স্বাস্থ্য বিষয়ে সচেতন থাকুন। ভ্রমণের পরিকল্পনা সফল হতে পারে।
সিংহ (২৩ জুলাই – ২২ আগস্ট):
আত্মবিশ্বাস বাড়বে, তবে অতিরিক্ত আত্মগরিমা থেকে সাবধান। পেশাগত বিষয়ে অগ্রগতি হতে পারে। প্রেমে নতুন বাঁক আসতে পারে।
কন্যা (২৩ আগস্ট – ২২ সেপ্টেম্বর):
অফিসে দায়িত্ব বাড়তে পারে। পরিবারে ছোটখাটো মতভেদ তৈরি হতে পারে, সংযমী থাকুন। অর্থ ভাগ্যে উন্নতির ইঙ্গিত।
তুলা (২৩ সেপ্টেম্বর – ২২ অক্টোবর):
দীর্ঘদিনের সমস্যা সমাধানের ইঙ্গিত আছে। নতুন কাজ শুরু করার পক্ষে শুভ দিন। সম্পর্কের ক্ষেত্রে উষ্ণতা বাড়বে।
বৃশ্চিক (২৩ অক্টোবর – ২১ নভেম্বর):
চিন্তাভাবনা বাস্তবে রূপ নেবে। কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসবে। মানসিক চাপ কমাতে প্রিয়জনের সঙ্গে সময় কাটান।
ধনু (২২ নভেম্বর – ২১ ডিসেম্বর):
সামাজিক ও পারিবারিক সাফল্যের দিন। তবে অহেতুক তর্ক থেকে বিরত থাকুন। ভ্রমণ শুভ।
মকর (২২ ডিসেম্বর – ১৯ জানুয়ারি):
আজ পরিকল্পিতভাবে কাজ করুন। কর্মক্ষেত্রে পরিশ্রমের ফল পাবেন। আত্মীয়স্বজনের সঙ্গে সময় কাটানো শুভ।
কুম্ভ (২০ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি):
অর্থনৈতিক দিক থেকে মিশ্র ফল। শিক্ষা ও সৃজনশীল কাজে মনোযোগ দিন। বন্ধুদের কাছ থেকে ভালো পরামর্শ পাবেন।
মীন (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ):
প্রেম ও সম্পর্কের ক্ষেত্রে ইতিবাচক সময়। আত্মীয়দের সাহায্যে উপকার পাবেন। শারীরিক ক্লান্তি থাকতে পারে, বিশ্রাম নিন।