পারিবারিক বিরোধের জেরে বড় ভাইয়ের ওপর ক্ষুব্ধ ছিলেন জাহাঙ্গীর আলী। এক পর্যায়ে বড় ভাইকে খুনের পরিকল্পনা করেন। চুক্তি হয় কয়েকজন খুনির সঙ্গে। অবশেষে সহযোগীদের নিয়ে নৃশংসভাবে খুন করেন বড় ভাইকে। এর দুদিন পর বড় ভাইয়ের লাশ উদ্ধারের পর নিজেই বাদী হয়ে থানায় মামলা করেন। চাঞ্চল্যকর এ হত্যাকাণ্ড তদন্ত করতে গিয়ে নিহত ব্যক্তির ২ ভাই এবং আরও একজনকে গ্রেপ্তার করেছে সিলেট মহানগর পুলিশ।
বুধবার (৮ মার্চ) দুপুরে এক সংবাদ সম্মেলনে সিলেট মেট্রোপলিটন পুলিশ জানায়, গত ২০ ফেব্রুয়ারি দক্ষিণ সুরমা এলাকার সুরমা নদীর পাড়ে বস্তাবন্দী একটি লাশ উদ্ধার করা হয়।
প্রাথমিক তদন্তে জানা যায়, নিহত ব্যক্তি জালালাবাদ থানাধীন মৃত ছোয়াব আলীর ছেলে সাজ্জাদ আলী।
মরদেহ শনাক্তের পর এ ঘটনায় বাদী হয়ে মামলার করেন নিহতের ছোট ভাই মো. জাহাঙ্গীর আলী।
তবে মরদেহের বস্তায় থাকা দড়ির সূত্র ধরে, তদন্তে পুলিশ পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করলে হত্যাকাণ্ডের সঙ্গে আপন ছোট ভাইয়ের সংশ্লিষ্টতা সামনে আসে। জিজ্ঞাসাবাদে জাহাঙ্গীর জানান, বখে যাওয়া ভাইয়ের সঙ্গে জমিজমা নিয়ে তর্কের এক পর্যায়ে এ হত্যাকাণ্ড ঘটে। পরে লাশ গুম করতে বস্তাবন্দি করে ফেলে আসা হয়।
এই হত্যাকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্টতার প্রেক্ষিতে নিহতের ছোট ভাই জাহাঙ্গীর আলী, বড় ভাই সিরাজ আলী এবং সাহাজান আলী নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এমি/দীপ্ত