আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন সমমনা ৮ দলের সঙ্গে যুক্ত হওয়ার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
তিনি বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী ও সমমনা দলগুলোর সঙ্গে কোনো আদর্শিক ঐক্য নয়, শুধুমাত্র নির্বাচনী সমঝোতা হয়েছে।
রবিবার (২৮ ডিসেম্বর) রাতে রাজধানী বাংলামোটর এলাকায় এনসিপি অস্থায়ী কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম এ ঘোষণা দেন।
তিনি বলেন, প্রাথমিকভাবে এককভাবে ৩০০ আসনে প্রার্থী দেওয়ার পরিকল্পনা থাকলেও পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতির কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নাহিদ ইসলাম বলেন, ‘শরিফ ওসমান হাদির শাহাদাত বরণ এবং তাকে প্রকাশ্যে গুলি করার মাধ্যমে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট অনেক পরিবর্তন হয়েছে। এই হত্যাকাণ্ডের মধ্য দিয়ে আমরা বুঝতে পারছি যে, বাংলাদেশে আধিপত্যবাদী ও আগ্রাসী শক্তি এখনও কার্যকর রয়েছে। তারা চক্রান্ত করছে এই জুলাই প্রজন্মকে নিঃশেষ করে দেওয়ার জন্য।’
এনসিপি আহ্বায়ক বলেন, ‘আমাদের ন্যূনতম কিছু বিষয়ে ঐকমত্য রয়েছে। সামগ্রিক বিষয়ে বা আদর্শিক ঐক্য হয়নি, আমরা একত্রে নির্বাচনী সময়টা পার করব। এই সমঝোতা একদিকে নির্বাচনী বৈতরণী পার হওয়ার জন্য, অন্যদিকে আমাদের সংস্কার, বিচার এবং আধিপত্যবাদ ও দুর্নীতিবিরোধী ন্যূনতম কর্মসূচিও থাকবে।’
তিনি বলেন, সোমবার (২৯ ডিসেম্বর) দলীয় প্রার্থীর বিষয়ে চূড়ান্ত ঘোষণা দেওয়া হবে। সমঝোতায় যাঁরা আমাদের প্রার্থী, তাঁরাই মনোনয়নপত্র জমা দেবেন।
তিনি আরও বলেন, এনসিপি তার অবস্থানেই আছে। বৃহত্তর ঐক্যে করেছি নির্বাচনকে কেন্দ্র করে। এনসিপি তার লক্ষ্য–আদর্শ নিয়েই কাজ করবে।
সংবাদ সম্মেলনে এনসিপি সদস্যসচিব আখতার হোসেন, দক্ষিণাঞ্চল মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, উত্তরাঞ্চল মুখ্য সংগঠক সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীসহ সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তবে জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব নাহিদা সরোয়ার নিভা‘কে দেখা যায়নি।
এসএ