যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ফল পাল্টে দেয়ার চেষ্টার মামলায় আত্মসমর্পণ করছেন দেশটির সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
স্থানীয় সময় সোমবার (২১ আগস্ট) নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে তিনি এই ঘোষণা দেন।
ওই পোস্টে ট্রাম্প লিখেছেন, গ্রেপ্তার হওয়ার জন্য বৃহস্পতিবার (২৪ আগস্ট) আটলান্টায় যাচ্ছি।
ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ, ২০২১ সালের ২ জানুয়ারি জর্জিয়ার প্রধান নির্বাচনী কর্মকর্তা ব্র্যাড র্যাফেনসপারগারকে ফোন করে তিনি অঙ্গরাজ্যটিতে নিজের পরাজয় ঠেকানোর ব্যবস্থা করতে বলেন। কিন্তু ব্র্যাড তার এ অনুরোধ প্রত্যাখ্যান করেন। এর চারদিন পর ৬ জানুয়ারি ট্রাম্পের সমর্থকরা ক্যাপিটাল হিলে হামলা করে। ওইদিন নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনকে সিনেটের স্বীকৃতি দেয়ার কথা ছিল।
সোমবার ট্রাম্পের আইনজীবী ও ফুলটন কাউন্টি ডিসট্রিক্ট অ্যাটর্নির মধ্যে সমঝোতা অনুযায়ী, সাবেক মার্কিন প্রেসিডেন্ট একটি ২ লাখ ডলারের মুচলেকায় সাক্ষর করবেন। এই মুচলেকার শর্ত অনুযায়ী, তার বিরুদ্ধে বিচার চলাকালীন সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি কোনো হুমকি দিতে পারবেন না।
স্থানীয় শেরিফের কার্যালয় জানিয়েছে, ট্রাম্প আত্মসমর্পণ করার সময় কারাগারের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে।
ডোনাল্ড ট্রাম্প একাধিকবার দাবি বলেছেন, তার বিরুদ্ধে আনা সব অভিযোগ ‘আলেয়ার পিছে ছোটার‘ সমতুল্য। তিনি ফ্যানি উইলিসকে অনলাইনে ‘উগ্র বামপন্থী‘ ও ‘দুর্নীতিগ্রস্ত‘ বলে অভিহিত করেন।
শায়লা/দীপ্ত নিউজ