কোপা দেল রের সেমিফাইনালের দ্বিতীয় লেগে অ্যাতলেটিকো মাদ্রিদকে ১–০ গোলে হারিয়েছে বার্সেলোনা। এতে প্রথম লেগে ৪–৪ গোলে ড্র হওয়ার সুবাদে ফাইনালে জায়গা করে নিলো কাতালানরা।
আক্রমণ–পাল্টা আক্রমণে শুরু থেকে জমে ওঠে লড়াই। তবে বল দখলে আধিপত্য রাখে বার্সেলোনা। বেশ কয়েকটি সুযোগ তৈরি করলেও তা কাজে লাগাতে পারেনি তারা। তবে ম্যাচের ২৭ মিনিটে ভাঙে ডেডলক।
ফাইনালে
ইয়ামালের ডিফেন্স চেরা পাস থেকে দলকে এগিয়ে নেন ফেরান তোরেস। এদিন গোলের জন্য ১৫টি শট নিয়ে ৫টি লক্ষ্যে রাখতে পারে বার্সা। অ্যাটলেতিকোর ৬ শটের একটিও লক্ষ্যে ছিল না। আগামী ২৬ এপ্রিল ফাইনালে রিয়াল মাদ্রিদের মুখোমুখি হবে বার্সেলোনা। ২০১৪ সালের পর এই প্রথম কোপা দেল রের ফাইনালে দেখা যাবে ক্লাসিকো মহারণ।