সোমবার, আগস্ট ২৫, ২০২৫
সোমবার, আগস্ট ২৫, ২০২৫

আট মাসে নিহত ২০, পদুয়ার সেই ইউটার্ন বন্ধ ঘোষণা

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

কুমিল্লার পদুয়ার বাজার ইউটার্নে শুক্রবার (২২ আগস্ট) সিমেন্টবোঝাই লরির চাপায় একই পরিবারের চারজন নিহতের ঘটনায় ইউটার্নটি বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

শনিবার (২৩ আগস্ট) সেনাবাহিনী, হাইওয়ে পুলিশ এবং সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তারা পদুয়ার বাজার পল্লী বিদ্যুৎ সমিতির সামনের ইউটার্নটি পরিদর্শন করেন। পরিদর্শন শেষে এ সিদ্ধান্ত জানান তারা।

তারা বলেন, সদর দক্ষিণ উপজেলার দয়াপুর ইউটার্ন থেকে সব ধরনের যানবাহন ঘুরে আসবে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত।

স্থানীয়রা জানান, হোটেল নূরজাহান থেকে খাবার খেয়ে বিভিন্ন পরিবহনের চালকরা প্রায়শই উল্টো পথে এসে ইউটার্ন ব্যবহার করে যা দুর্ঘটনার অন্যতম কারণ। চলতি বছরের প্রথম আট মাসে ওই এলাকায় অন্তত ১৭টি দুর্ঘটনা ঘটেছে। এতে ২০ জন নিহত এবং অর্ধশতাধিক আহত হয়েছেন।

সড়ক ও জনপথ বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী আদনান বিন হাসান বলেন, পদুয়ার বাজারে ইউলুপ নির্মাণ কাজ চলমান রয়েছে। বর্তমানে কাজের ২৫ শতাংশ শেষ হয়েছে। ২০২৭ সালের মধ্যে কাজ শেষ হলে ঝুঁকিপূর্ণ ইউটার্ন ব্যবহার না করেই যানবাহন চলাচল সম্ভব হবে, যা দুর্ঘটনা কমাবে।

ময়নামতি হাইওয়ে ক্রসিং থানার উপপরিদর্শক (এসআই) মো. আনিসুর রহমান জানান, শুক্রবার দুপুরে লরি নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকারে চাপা দেয়। এতে একই পরিবারের চারজন নিহত হন। এ ঘটনায় নিহত ওমর আলীর ভাই আবুল কালাম সদর দক্ষিণ থানায় হানিফ পরিবহন ও লরির অজ্ঞাতচালকদের বিরুদ্ধে মামলা করেন।

দুর্ঘটনায় নিহতরা হলেন, ওমর আলী, তার স্ত্রী নূরজাহান বেগম, বড় ছেলে আবুল হাসেম ও ছোট ছেলে আবুল কাশেম মামুন। মরদেহ শুক্রবার রাত ১১টায় বরুড়ার হোসেনপুর বেপারী বাড়ির পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

আরও পড়ুন

সম্পাদক: এস এম আকাশ

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

স্বত্ব © ২০২৩ কাজী মিডিয়া লিমিটেড

Designed and Developed by Nusratech Pte Ltd.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More