বিজয় দিবসের সরকারি ছুটির পর মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সপ্তাহের দ্বিতীয় কার্য দিবসে সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা দিয়ে দেশের দুই প্রধান পুঁজি বাজার ডিএসই (ঢাকা স্টক এক্সচেঞ্জ) এবং সিএসই’র (চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ) লেনদেন শুরু হয়।
লেনদেন শুরুর আধা ঘন্টা পর সাড়ে ১০ টার দিকে ডিএসইর সাধারণ মূল্য সূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ৩৯ পয়েন্ট বেড়ে ৫ হাজার ২১৮ পয়েন্টে অবস্থান করে। ১০টা ৫০ মিনিটে সূচক আজকের দিনের সর্বোচ্চ অবস্থান ৫ হাজার ২৪৫ পয়েন্টে পৌঁছেছে। ডিএসইএক্সে আজকের দিনের সর্বনিম্ন অবস্থান ছিল ৫ হাজার ১৮৩ পেয়েন্ট। দিন শেষে সূচকের অবস্থান কিছুটা বৃদ্ধি পেয়ে বর্তমানে ৫ হাজার ২২৪ পয়েন্টে অবস্থান করছে; যা গত দিনের তুলনায় ৪৫ পয়েন্ট বেশি।
মোট লেনদেন:
ডিএসইর হাতবদল হওয়া কোম্পানিগুলোর মধ্যে দর বেড়েছে ২২০ টির, কমেছে ১১৫টির এবং অপরিবর্তীত রয়েছে ৭৭টি কোম্পানির শেয়ারের দাম। দিনে শেষে হাত বদল হওয়া শেয়ারের সংখ্যা ১৪ কোটি ৭১ লাখ ৯১ হাজার ৫১৫টি; যার মূল্য ৪৫০ কোটি ১৬ লাখ ৪০ হাজার টাকা।
লেনদেন হওয়া শেয়ারগুলোর মধ্যে ৯.৯৬ শতাংশ মূল্য বৃদ্ধি পেয়ে প্রথম অবস্থানে রয়েছে বিএসইসি (বাংলাদেশ সাবমেরিন কেবল) শেয়ারটি সর্বশেষ ৯৩ দশমিক ৮০ টাকা দরে লেনদেন হয়েছে। মোট হাতবদল হওয়া শেয়ারের সংখ্যা ২৪ লাখ ১৮ হাজার ৯টি ।
দর বৃদ্ধির শীর্ষ দশটি কোম্পানির তালিকায় রয়েছে বিএসইসি, জিমিনি সি ফুড, জিপিএইচ ইস্পাত, হামি ইন্ডাষ্ট্রিস, ওরিয়ন ইনফিউশন লিমিটেড, জুট স্পিন, আল মদিনা ফার্মাসিউটিক্যালস লিমিটেড, কৃষিবিদ সিডস, হিমাদ্রি ও অ্যাসোসিয়েটেড অক্সিজেন লিমিটেড।
দর হারানো শেয়ারগুলোর মধ্যে সবচেয়ে বেশি, ৭ দশমিক ৫৩ শতাংশ দর হারিয়ে ম্যাকসন স্পিনিং তালিকার শীর্ষে অবস্থান করছে। দর হারানোর তালিকার শীর্ষ ১০টি কোম্পানির তালিকায় রয়েছে ওয়ান্ডার ল্যান্ড টয়েজ, ইউসুফ ফ্লাউয়ার মিলস লিমিটেড, মেঘনা পেট্রোলিয়াম, জাহিন স্পিন,অ্যাপেক্স উইভিং, মিরাকল ইন্ডাষ্ট্রিজ, বেক্সিমকো গ্রীন সুকুক, এপিএসসিএল বন্ড, নিউলাইন ও টুংহাই।
টেক্সটাইল, ইঞ্জিনিয়ারিং, ইন্সুরেন্স, ব্যাংকিংসহ বেশ কিছু সেক্টরের ইতিবাচক মুভমেন্টের কারণে সার্বিক মূল্য সূচক বৃদ্ধি পেয়েছে দুই পুঁজি বাজারেই।
এদিকে ডিএসইএক্স–ইনডেক্সের ইতিবাচক পরিবর্তনের জন্য যেসব কোম্পানি মূলত অনুঘটক হিসেবে কাজ করেছ তাদের মধ্যে জিপি, ইসলামি ব্যাংক, রেনেটা, বাংলাদেশ সাবমেরিন কেবল, বার্জার পেইন্ট লিমিটেড, বিকন ফার্মা ও রবির নাম উল্লেখ যোগ্য ।
অন্যদিকে, ডিএসইএক্স–ইনডেক্স এর ঋণাক্তক পরিবর্তনের জন্য যেসব কোম্পানি মূলত অগ্রণী ভূমিকা পালন করেছে তাদের মধ্যে মেঘনা পেট্রোলিয়াম, কোহিনূর কেমিক্যাল, ইউনিলিভার কনজ্যুিউমার কেয়ার লিমিডেট, সিঙ্গার বিডি, আইএফআইসি, সাউথইস্ট ব্যাংক, লোভেলো, মির আক্তারের নাম উল্লেখযোগ্য।
মো. শহিদুর রহমান /এজে/ দীপ্ত সংবাদ