পটুয়াখালীতে আজও থেমে থেমে হালকা থেকে মাঝারি বৃষ্টি হচ্ছে। গত ২৪ ঘন্টায় জেলার কলাপাড়া উপজেলায় ১৫৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবাহওয়া অফিস।
গত ১ সপ্তাহের টানা বর্ষনে পানিবন্দি হয়ে পড়েছে হাজারো পরিবার। সবেচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছে নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ। পানিতে ভেসে গেছে অসংখ্য মাছের ঘের ও পুকুর। বড় দুশ্চিন্তায় রয়েছেন মৌসমুী সবজি চষী ও আমন চাষীরা।
এদিকে উপকূলীয় এলাকা দিয়ে আজও ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার শংকা করছে আবহাওয়া অফিস। তাই পটুয়াখালীর পায়রা সহ সব সমুদ্র বন্দরে ০৩ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। সকল মাছধরা ট্রলার সমূহকে নিরাপদে থাকতে বলা হয়েছে।
শায়লা/ দীপ্ত নিউজ