৩০
বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন আজ (২ মে) বিকাল ৫টায় শুরু হবে। এর আগে বিকাল ৪টায় কার্য উপদেষ্টা কমিটির সভা বসে অধিবেশনের মেয়াদ ও কার্যাবলী নির্ধারণ করা হবে।
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে জাতীয় সংসদের কার্যক্রম শুরু হবে।
সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, এবারের অধিবেশন সংক্ষিপ্ত হবে বলে আশা করা হচ্ছে।
সংবিধান অনুযায়ী প্রদত্ত ক্ষমতাবলে ১৫ এপ্রিল রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এ অধিবেশন আহ্বান করেন।
গত ৩০ জানুয়ারি শুরু হওয়া দ্বাদশ সংসদের প্রথম অধিবেশন ২২ কার্যদিবস পর গত ৫ মার্চ শেষ হয়।
সুপ্তি/ দীপ্ত সংবাদ