সাম্রাজ্যবাদের বিরোধিতা এবং বিশ্বশান্তি প্রতিষ্ঠায় বঙ্গবন্ধু পেয়েছিলেন জুলিও কুরি পদক।
১৯৭২ সালের ১০ অক্টোবর বঙ্গবন্ধুর পদকপ্রাপ্তির ঘোষণা করা হয়। বিশ্বের শান্তিপ্রিয় মানুষের কাছে বাংলাদেশে কোনো রাষ্ট্রনেতার সেটিই ছিল প্রথম আন্তর্জাতিক পদক।
মহান মুক্তিযুদ্ধে স্বাধীনতা লাভের পর অনেকের মনেই সংশয় ছিলো বঙ্গবন্ধু সোভিয়েত ব্লকে যাবেন। কিন্তু তিনি সেটা করেননি। বরং সকলের সাথে বন্ধুত্বের স্পষ্ট পররাষ্ট্র নীতি ঘোষণার মাধ্যমে জাতির পিতা বিশ্ব শান্তির পক্ষে অবস্থান নেন।
স্বীকৃতি হিসেবে তিনি অর্জন করেন আন্তর্জাতিক সম্মানজনক জুলিও কুরি শান্তিপদক। বিশ্বশান্তি পরিষদের প্রেসিডেনশিয়াল কমিটির সভায় ১৪০টি দেশের প্রায় ২শ সদস্য বিশ্বশান্তি প্রতিষ্ঠায় বঙ্গবন্ধুর অবদানের স্বীকৃতির বিষয়ে একমত হন।
১৯৭৩ সালের ২৩ মে এশীয় শান্তি সম্মেলনের এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে বঙ্গবন্ধুকে জুলিও কুরি পদক পরিয়ে দেন পরিষদের তৎকালীন সেক্রেটারি জেনারেল রমেশচন্দ্র। সেদিন থেকেই বাঙালি বঙ্গবন্ধু আন্তর্জাতিক পরিমণ্ডলে স্বীকৃত বিশ্ববন্ধু শেখ মুজিব।
ভারতের স্বাধীনতা সংগ্রামের নেতা প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু, কিউবার ফিদেল ক্যাস্ট্রো, চিলির সালভেদর আলেন্দে, ফিলিস্তিনের ইয়াসির আরাফাত, ভিয়েতনামের হো চি মিন, দক্ষিণ আফ্রিকার নেলসন ম্যান্ডেলা, ভারতের সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী, কবি ও রাজনীতিবিদ পাবলো নেরুদা, মার্টিন লুথার কিং পেয়েছেন জুলিও কুরি পদক।
এসএ/দীপ্ত নিউজ