শুক্রবার, ১৮ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২রা কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ | ১৫ই রবিউস সানি, ১৪৪৬ হিজরি
শুক্রবার, ১৮ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২রা কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ | ১৫ই রবিউস সানি, ১৪৪৬ হিজরি

আজ নরসিংদী, মানিকগঞ্জ ও কক্সবাজার হানাদারমুক্ত দিবস

দীপ্ত নিউজ ডেস্ক
1 minutes read

১৯৭১ সালের ১২ ডিসেম্বর হানাদার মুক্ত হয় নরসিংদী, মানিকগঞ্জ ও কক্সবাজার। ডিসেম্বরের প্রথম সপ্তাহে বীর মুক্তিযোদ্ধারা, পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে চূড়ান্ত লড়াই শুরু করেন। টিকতে না পেরে পালিয়ে যায় দখলদাররা।

মুক্তিযুদ্ধের সময় মানিকগঞ্জের ঘিওরে উপজেলার অসংখ্য ঘরবাড়ি পুড়িয়ে দেয় পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের এদেশীয় দোসর রাজাকার-আলবদররা। ডিসেম্বরে চূড়ান্ত আক্রমণের সিদ্ধান্ত নিয়ে এগুতে থাকেন বীর মুক্তিযোদ্ধারা। তীব্র লড়াইয়ের মুখে, ১২ ডিসেম্বর পালিয়ে যায় দখলদাররা। ওইদিনই ঘিওর কলেজ মাঠে বিজয়োল্লাস করেন স্থানীয়রা।

একইদিন হানাদার মুক্ত হয় নরসিংদী জেলা। মুক্তিবাহিনীর সাঁড়াশি অভিযানে পিছু হটে পাকিস্তানের সেনারা। তার আগে হত্যা করে অনেক মানুষকে। কিন্তু সেখানকার সব গণকবর এখনো সংরক্ষণ করা হয়নি।

১১ ডিসেম্বর মুক্তিযোদ্ধারা কক্সবাজারকে হানাদার মুক্ত ঘোষণা করে অগ্রসর হতে থাকেন। পালিয়ে যায় পাকিস্তানি বাহিনী ও তাদের স্থানীয় দোসররা। ১২ ডিসেম্বর ঐতিহাসিক পাবলিক হল মাঠে বাংলাদেশের পতাকা ওড়ান বীর মুক্তিযোদ্ধারা।

 

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

সম্পাদক: এস এম আকাশ

স্বত্ব © ২০২৩ কাজী মিডিয়া লিমিটেড

Designed and Developed by Nusratech Pte Ltd.