বাংলাদেশ ফুটবলের কালো দিবস আজ (২১ সেপ্টেম্বর)। ১৯৮২ সালের এই দিনে তৎকালীন ঢাকা স্টেডিয়াম থেকে কারাগারে যেতে হয়েছিলো দেশের আধুনিক ফুটবলের জনক, ঢাকা আবাহনী ক্রীড়া চক্রের স্থানীয় চার ফুটবলারসহ বিদেশী ১৪ ফুটবলারকে।
৪১ বছর আগে দেশের ফুটবল লিগের শেষ ম্যাচে মাঠে নেমেছিলো দুই জায়ান্ট মোহামেডান স্পোর্টিং ক্লাব ও আবাহনী ক্রীড়া চক্র।
ম্যাচের অন্তিম মুহূর্তে আবাহনীর অধিনায়ক আনোয়ার হোসেনের কর্ণারের বল গোললাইন অতিক্রম করলে মোহামেডানের গোলরক্ষক মোহসিন হাত দিয়ে তা ফিরিয়ে দেন। আবাহনীর খেলোয়াড়রা গোলের দাবী জানলেও ম্যাচ রেফারি আবদুল আজিজ সেই দাবীতে সাড়া না দিয়ে বাতিল করেন।
এতে ক্ষীপ্ত হয়ে আবাহনীর ফুটবলাররা সহকারী রেফারিকে মারধর করেন। উত্তেজনা ছড়িয়ে পরে গ্যালারিতেও। পরিস্থিতি সামাল দিতে লাঠি চার্জ ও টিয়ার গ্যাস নিক্ষেপ করে পুলিশ।
এ ঘটনার জের ধরে আবাহনীর চার ফুটবলার কাজী সালাউদ্দিন, গোলাম রব্বানী হেলাল, আশরাফউদ্দিন আহমেদ চুন্নু ও আনোয়ার হোসেন, ১৭ দিন জেল খেটে মুক্তি পান।
সেই ঘটনা থেকে দেশের ফুটবলে, কালো দিবস হিসেবে আখ্যা পেয়ে আসছে ২১ সেপ্টেম্বর। ওই ম্যাচে মোহামেডান ১–০ গোলে জয় পেয়ে লিগ চ্যাম্পিয়ন হয়েছিল।
আল/দীপ্ত নিউজ