বঙ্গোপসাগরে আজ মঙ্গলবার (১৫ এপ্রিল) থেকে শুরু হচ্ছে ৫৮ দিনের মৎস্য আহরণ নিষেধাজ্ঞা। সামুদ্রিক মৎস্য সংরক্ষণ ও টেকসই আহরণ নিশ্চিত করতে আগামী ১১ জুন পর্যন্ত সব ধরনের মৎস্য নৌযান দ্বারা মাছ ধরা সম্পূর্ণরূপে নিষিদ্ধ থাকবে।
সোমবার (৭ এপ্রিল) দুপুরে সচিবালয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ‘জাটকা সংরক্ষণ সপ্তাহ–২০২৫’ উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ সিদ্ধান্তের কথা জানান মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার।
তিনি বলেন, ‘সামুদ্রিক মৎস্য বিধিমালা–২০২৩ অনুযায়ী আগে ২০ মে থেকে ২৩ জুলাই পর্যন্ত ৬৫ দিন মাছ ধরা নিষিদ্ধ ছিল। এতে সামুদ্রিক মাছ আহরণ ১২.৭৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে প্রতি বছর ১৫ এপ্রিল থেকে ১১ জুন পর্যন্ত ৫৮ দিন মাছ ধরা নিষিদ্ধ থাকবে।‘
ফরিদা আখতার আরও জানান, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় গঠিত একটি টেকনিক্যাল কমিটির সুপারিশ অনুযায়ী এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। কমিটিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের বিজ্ঞানী, মৎস্য অধিদপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন স্টেকহোল্ডারদের প্রতিনিধি অন্তর্ভুক্ত ছিলেন।
কমিটি বৈজ্ঞানিক তথ্য ও পরিবেশগত ভারসাম্য বিশ্লেষণ করে জানায়, এপ্রিল–মে সময়কালে সাগরে মাছের প্রজনন ও বংশবিস্তারের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ সময়। সেই বিবেচনায় ১৬ মার্চ ২০২৫ সরকার প্রজ্ঞাপন জারি করে নতুন নিষেধাজ্ঞার সময়সূচি কার্যকর করে।
এই সিদ্ধান্ত বাস্তবায়নের মাধ্যমে সমুদ্রসম্পদ রক্ষা, মাছের প্রজনন বৃদ্ধি ও উপকূলীয় জীববৈচিত্র্য সংরক্ষণে গুরুত্বপূর্ণ অগ্রগতি অর্জনের আশা করছে সরকার।