নগরজীবনে স্বস্তি আনতে উত্তরা–মতিঝিল রুটে আজ শনিবার (২০ জানুয়ারি) থেকে মেট্রোরেল নতুন সূচিতে চলতে শুরু করেছে।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, শনিবার থেকে উত্তরা–মতিঝিল মেট্রোরেল চলবে সকাল সাড়ে ৭টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত। উত্তরা থেকে সকাল ৭টা ১০ মিনিটে প্রথম ট্রেন এবং মতিঝিল থেকে শেষ ট্রেন ছাড়বে রাত ৮টা ৪০ মিনিটে।
বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) রাজধানীর ইস্কাটনের প্রবাসীকল্যাণ ভবনে এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেছিলেন ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক এমএএন ছিদ্দিক।
আরও পড়ুন: ৩ দিন বন্ধ থাকবে মেট্রোরেল
আগে আগারগাঁও থেকে মতিঝিল অংশে সকাল সাড়ে ৭টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত মেট্রোরেল চলত। আর উত্তরা থেকে আগারগাঁও অংশে সকাল সাড়ে ৭টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত চলাচল করছিল মেট্রোরেল।
আজ শনিবার ২০ জানুযারি থেকে উত্তরা–মতিঝিল রুটে সকাল ৭টা ১০ মিনিট থেকে রাত ৮টা ৪০ মিনিট পর্যন্ত চলবে মেট্রোরেল। তবে এ সময়ে শুধু এমআরটি ও র্যাপিড পাশধারীরা যাতায়াত করতে পারবেন। আর কাউন্টার থেকে সাধারণ টিকিট কিনে যাত্রীরা সকাল ৭টা ৩০ মিনিট থেকে রাত ৮টা পর্যন্ত চলাচল করতে পারবেন।
প্রসঙ্গত, ২০২২ সালের ২৯ ডিসেম্বর উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত চলাচল শুরু হয় মেট্রোরেলের। এরপর গেলো বছরের ৫ নভেম্বর চলাচল শুরু হয় উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত। সর্বশেষ ৩১ ডিসেম্বর চালু হয় মেট্রোরেলের শাহবাগ ও কাওরান বাজার স্টেশন। এর মাধ্যমে এমআরটি–৬ লাইনের দিয়াবাড়ি থেকে মতিঝিল পর্যন্ত ১৬ স্টেশনই চালু হয়।
আরও পড়ুন: পূর্ণাঙ্গভাবে চালু হলো মেট্রোরেল
এসএ/দীপ্ত নিউজ