সম্প্রতি দেশের বিভিন্ন জায়গায় আগুন লাগার ঘটনা ঘটছে। এর মধ্যে সবচেয়ে ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটেছে বঙ্গবাজারের আগুন। সাধারণত আগুন লাগলেই আমাদের মাথায় আসে পানির কথা। সে ধারণা থেকেই সীতাকুণ্ডের আগুন নেভাতে ব্যবহার করা হয়েছিল পানি। কিন্তু পানি দিয়ে তো সব আগুন নেভানো যায় না, এমনটাই বলছেন আগুন নিয়ন্ত্রক সংস্থা ফায়ার সার্ভিস।
তারা বলছে, আগুন ধরলে প্রাথমিকভাবে বুঝতে হবে আগুনের ধরন কেমন, তারপর সে অনুযায়ী তা নেভানোর ব্যবস্থা নিতে হবে। যেকোনো আগুন ধরতে দাহ্যবস্তু বা জ্বালানি, অক্সিজেন ও তাপ লাগে। আগুন নিয়ন্ত্রণে আনার জন্য এই তিনটি উপকরণের যেকোনো একটি সরিয়ে ফেললে আগুন অনেকটা নিয়ন্ত্রণে আসে। তবে একেক ধরনের আগুন নেভানোর জন্য একেক ধরনের কৌশল নিতে হয়।
আগুন লাগলে বিচলিত না হয়ে যেসব কাজ করবেন:
১. অন্যের কথায় বিচলিত না হয়ে আদৌও আগুন লেগেছে কি না, তা বোঝার চেষ্টা করুণ। আগুন ছোট থাকতেই অগ্নিনির্বাপণ যন্ত্র ব্যবহার করে তা নিভিয়ে ফেলুন।
২. আগুন যদি বৈদ্যুতিক বা রাসায়নিক দ্রব্য থেকে না লেগে থাকে, তাহলে আপনি সেটা নেভানোর জন্য পানি ব্যবহার করতে পারেন। যে আগুন আপনার নিয়ন্ত্রণের বাইরে, তা নেভানোর চেষ্টা করবেন না।
৩. আগুন বৃদ্ধি পেয়ে যদি এমন অবস্থায় পৌঁছায় যে সেটা সহজে নেভানো যাবে না, তাহলে দ্রুত ভবন ত্যাগ করুন। আগুন ছড়িয়ে পড়লে বের হওয়ার সুযোগ না পাওয়ার সম্ভাবনাই বেশি।
৪. আগুন লাগলে দামি জিনিসপত্র বাঁচাতে গিয়ে সময় নষ্ট করবেন না। মনে রাখবেন, সবচেয়ে দামি বস্তুটি হলো আপনার নিজের জীবন। তাই আগে নিরাপদ জায়গায় বাড়ির সবাই সাবধানে বেরিয়ে আসুন।
৫. যত দ্রুত সম্ভব ফায়ার সার্ভিসকে খবর দিন। আপনার আশপাশের ফায়ার স্টেশনের ফোন নম্বর সংগ্রহ করে আগে থেকেই মোবাইলে সেভ করে রাখুন। জরুরি পরিষেবা ৯৯৯ নিন।
যূথী/দীপ্ত সংবাদ