রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্যালির কংলাক পাহাড়ে আগুনে দুইটি রিসোর্ট, একটি বসতঘর ও একটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।
বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) মধ্যরাতে সাজেকের মেঘছোঁয়া রিসোর্টে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে সেখান থেকেই মুহুর্তেই আগুন ছড়িয়ে পড়ে। আগুন লাগার বিষয়টি নিশ্চিত করেছেন সাজেক থানার সার্কেল এএসপি আবদুল আওয়াল।
আগুনে পুড়ে যাওয়া রিসোর্টগুলো হচ্ছে– মেঘছোঁয়া রিসোর্ট, ফুরেংগি রিসোর্ট ও দুমদে রিসোর্ট।
প্রত্যক্ষদর্শীরা জানায়, মেঘছোঁয়া রিসোর্টের পাশে স্থানীয়রা কাঠ পুড়িয়ে আগুন পোহানোর সময় সেখান থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পরে সেনাবাহিনী, বিজিবি, পুলিশ, রিসোর্ট–রেস্তোরা মালিক কর্মচারী ও স্থানীয় লোকজনের সহযোগিতায় দুই ঘণ্টার চেষ্টায় প্রায় রাত ২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
সাজেক কটেজ মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক রাহুল চাকমা যম জানান, আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক দেড় কোটি টাকা।
সাজেক থানার সার্কেল এএসপি আবদুল আওয়াল বলেন, পুলিশ আগুন লাগার সঠিক কারণ ও কোন ধরনের নাশকতা আছে কিনা সে বিষয়ে অনুসন্ধান চালাচ্ছে।
আরও পড়ুন: বরগুনা আগুনে ২৫ টি দোকান পুড়ে কোটি টাকার ক্ষতি
এসএ/দীপ্ত নিউজ