ফেনীতে বসতঘরে আগুন লেগে দগ্ধ দুই শিশুর মৃত্যুর ঘটনায় দায়েরকৃত হত্যা মামলায় প্রধান আসামিসহ তিনজনকে রিমান্ডের আদেশ দিয়েছেন আদালত৷
রবিবার (১৫ অক্টোবর) ফেনীর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কামরুল হাসানের আদালতে শুনানী শেষে আসামিদের দুইদিনের রিমান্ড মঞ্জুর করা হয়।
রিমান্ডপ্রাপ্ত আসামিরা হচ্ছেন– মামলার প্রধান আসামি ছাগলনাইয়া পশ্চিম মধুগ্রামের আবু আহম্মদের ছেলে আবদুল আজিম (৪৫), মধ্যম বিরিঞ্চি এলাকার জয়নালের স্ত্রী মায়া বেগম (৪০) ও একই এলাকার মৃত হেঞ্জু মিয়ার ছেলে মিয়া ড্রাইভার (৫২)৷
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই রতন দে জানান, এ মামলায় গ্রেপ্তারকৃত তিন আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতের নিকট পাচঁ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে। আদালত রবিবার তিনজন আসামির দুইদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন।
গত ৩ অক্টোবর দিবাগত রাত ১টার দিকে ফেনী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের বিরিঞ্চি এলাকার রনি ও পলি দম্পতির দুই ছেলে মাইদুল ইসলাম শাহাদাত (১৩) এবং রাহাদুল ইসলাম গোলাপ (৬) বসতঘরে আগুন লেগে মারা যায়। ৫ অক্টোবর রাতে নিহতদের বাবা সহিদুল ইসলাম রনি বাদী হয়ে ১৩ জনের নাম উল্লেখ এবং আরও ৪–৫ জনকে অজ্ঞাত আসামি করে ফেনী মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
আবদুল্লাহ আল–মামুন/শায়লা/দীপ্ত নিউজ