আন্দোলনের কথা না ভেবে বিএনপিকে আগামী নির্বাচনের জন্য প্রস্তুতি নিতে পরামর্শ দিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের সহযোগী সংগঠনগুলোর সঙ্গে যৌথসভা শেষে তিনি এ মন্তব্য করেন।
ওবায়দুল কাদের দাবি করেন, জনগণের সরকার ক্ষমতায় থাকলে আন্দোলনের বস্তুগত পরিবেশ খুঁজে পাওয়া যায় না। এটা বিএনপির টের পাওয়া উচিত।
আরও পড়ুন: বিএনপিকে নিষিদ্ধ করার চিন্তা এখনো আ.লীগ করেনি: কাদের
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, বাংলাদেশের ভূরাজনৈতিক অবস্থানটা আমাদের শত্রুতার জন্য অনেকের উর্বর ক্ষেত্র। বঙ্গোপসাগর, সেন্টমার্টিনের প্রতি লোভাতুর দৃষ্টি অনেকে বাজপাখির রয়েছে। তবে শেখ হাসিনার সরকার ভারসাম্যপূর্ণ কূটনীতি সাফল্যের দিকে নিয়ে গেছেন।
উল্লেখ্য, সাড়ে তিনমাস পর বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলটির আরেক নেতা আমীর খসরু মাহমুদ চৌধুরী।
এ সময় তারা নেতাকর্মীদের উদ্দেশে বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠায় বিএনপির আন্দোলন চলবে।
এসএ/দীপ্ত নিউজ