৭
ফ্রান্সে আগাম জাতীয় নির্বাচনের ঘোষণা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ।
বুথফেরত জরিপে দেখা যায়, ম্যাখোঁ সমর্থিত দল বড় ব্যবধানে পিছিয়ে আছে। এরপরই দেশটির পার্লামেন্ট ভেঙে দেন প্রেসিডেন্ট।
বুথফেরত জরিপের ফলাফলে দেখা যায়, নির্বাচনে ডানপন্থী মেরিন লে পেন প্রতিষ্ঠিত ন্যাশনাল র্যালি পেতে যাচ্ছে ৩২ শতাংশ ভোট। আর ম্যাখোঁর রেনেসাঁ পার্টি মাত্র ১৫ শতাংশ ভোট পেতে যাচ্ছে।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, দুই দফায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। প্রথম দফা ভোট হবে ৩০ জুন। আর দ্বিতীয় ধাপের ভোটের জন্য দিন ধার্য করা হয়েছে ৭ জুলাই।