গয়েশ্বর বাবু বলেছেন অনুমতি না দিলে অলি–গলি দখল করবে। বিএনপির নেতা–কর্মীরা কোন গলিতে কে আশ্রয় নেয় তা আমরা দেখে নেব। আক্রমণ হলে পাল্টা আক্রমণ হবে। বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
বুধবার (২৫ অক্টোবর) বিকালে তেজগাঁও ঢাকা জেলা আওয়ামী লীগ ভবনে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
দলের নেতাকর্মীদের রাজধানীর অলিগলি পাহারা দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ২৭ তারিখ (২৭ অক্টোবর) থেকে চোখে ঘুম থাকবে না। প্রয়োজনে নির্ঘুম রাত কাটাতে হবে। যেখানে আমার অস্তিত্বের প্রশ্ন সেখানে ঘুমিয়ে কী করব।
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন,আওয়ামী লীগ এবার আটঘাট বেঁধে নেমেছে, আক্রমণ হলে পাল্টা আক্রমণ হবে। বিএনপির মুখে মধু, অন্তরে বিষ। দলটি বারে বারে দেশের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। মুক্তিযুদ্ধের বিজয়কে সুসংহত করতে হলে বিজয়ের প্রধান শত্রু সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদের আসল ঠিকানা বিএনপিকে পরাজিত করতে হবে। ২৮ অক্টোবর রাস্তা ছাড়বে না আওয়ামী লীগ। থাকবে সতর্ক অবস্থানে। সকল অপশক্তির বিশ্বস্ত ঠিকানা বিএনপিকে নির্বাচনে চিরতরে পরাজিত করতে হবে।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, কোনো হুমকি ধামকিতে ভয় পায় না আওয়ামী লীগ। আক্রমণ করলে পাল্টা আক্রমণ করে ২৮ তারিখ সমাবেশের মধ্য দিয়ে বিএনপিকে ঘেরাও করে পরাজিত করা হবে। নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করলে দাঁতভাঙা জবাব দেওয়া হবে।
মোরশেদ আলম/দীপ্ত নিউজ