রাজধানীর বসুন্ধরা সিটি ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে সম্প্রতি অনুষ্ঠিত হলো তিন দিনব্যাপী আন্তর্জাতিক প্রযুক্তিপণ্য প্রদর্শনী আইসিবিসি এক্সপো–২০২৫। এতে অংশ নেয় দেশের খ্যাতনামা প্রযুক্তি প্রতিষ্ঠান ব্রোটেকস টেকনোলজিস লিমিটেড।
প্রায় উনিশ বছর ধরে দেশের কেবল টেলিভিশন ও গণমাধ্যম খাতে প্রযুক্তিগত সহায়তা দিয়ে আসা ব্রোটেকস এবার প্রদর্শনীতে দুইটি নতুন প্রযুক্তি— ভার্চুয়াল নেটওয়ার্ক অপারেশন সেন্টার (vNOC) এবং আই–সাইবারহান্ট (iCyberHunt) তুলে ধরে; যা সবার নজর কেড়েছ।
ভার্চুয়াল নেটওয়ার্ক অপারেশন সেন্টার (vNOC) একটি প্ল্যাটফর্ম, যা কেবল ও উপগ্রহ নেটওয়ার্ক পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণে সহায়তা করে। এর মাধ্যমে নেটওয়ার্ক পরিচালনায় গতিশীলতা ও নির্ভরযোগ্যতা বৃদ্ধি পায়।
অন্যদিকে, আই–সাইবারহান্ট একটি পূর্ণাঙ্গ সাইবার নিরাপত্তা ব্যবস্থা, যা গণমাধ্যম প্রতিষ্ঠানের ডিজিটাল অবকাঠামো সুরক্ষিত রাখতে সহায়তা করে। এটি ডেটা চুরি, হ্যাকিং, ফিশিংসহ বিভিন্ন সাইবার হুমকি প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখে।
ব্রোটেকস–এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান প্রযুক্তি কর্মকর্তা নাহিদ হোসেন বলেন, “আমরা চাই দেশের কেবল ও গণমাধ্যম খাত আরও বুদ্ধিদীপ্ত, নিরাপদ ও টেকসই হোক। এই প্রদর্শনী আমাদের সেই প্রচেষ্টা তুলে ধরার একটি চমৎকার সুযোগ করে দিয়েছে।”
ব্রোটেকসের এই নতুন প্রযুক্তিগুলো সরেজমিনে দেখার আমন্ত্রণ জানিয়েছেন তিনি।
বিস্তারিত জানতে ভিজিট করুন: www.brotecs.com যোগাযোগ: media@brotecs.com