দুইদিন পরই বসবে আইপিএলের মেগা নিলাম। ফ্র্যাঞ্চাইজিগুলো মাত্র ছয়জন করে ক্রিকেটার ধরে রাখতে পেরেছে। নিয়মের কারণে অনেক দলই গুরুত্বপূর্ণ খেলোযাড়দের ছেড়ে দিতে বাধ্য হয়েছে।
দিল্লি যেমন ঋষভ পান্তকে ছেড়ে দিয়েছে; রাজস্থান ছেড়ে দেয় বিধ্বংসী ব্যাটসম্যান জস বাটলারকে। শোনা যাচ্ছে, ক্লাবটি তাকে পুনরায় কেনার চেষ্টা করতে পারে। অন্যদিকে কলকাতা ছেড়ে দিয়েছে মিশেল স্টার্ক–ফিল সল্টের মতো বড় ক্রিকেটারদেরকে।
এবারের আইপিএলের ১৮তম আসরের নিলাম আগামী ২৪ ও ২৫ নভেম্বর হবে। নিলামে তোলা হবে ১ হাজার ৫৭৪ জন ক্রিকেটারকে। তার মধ্যে ২০৪ জন ক্রিকেটার কাঙ্খিত দল পাবেন।
আইপিএলের নিলাম হবে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবের জেদ্দায়। এই নিলামের মাধ্যমে সৌদি আরব টেনিস, গফল ও ফুটবলের পর ক্রিকেটে প্রবেশ করতে যাচ্ছে বলে ধারণা করা হচ্ছে।
এবারের নিলামে সবচেয়ে বেশি বাজেট আছে বলিউড তারকার দল পাঞ্জাব সুপার কিংসের। তারা ১১০ কোটি ৫০ লাখ রুপি খরচ করতে পারবে।
দ্বিতীয় সর্বোচ্চ বাজেট আছে বিরাট কোহলি বেঙ্গালুরুর। তারা ৮৩ কোটি রুপি খরচ করতে পারবে।
দিল্লি ক্যাপিটালস খরচ করতে পারবে ৭৩ কোপি রুপি। সমান ৬৯ কোটি রুপি খরচ করতে পারবে গুজরাট টাইটান্স ও লক্ষ্নৌ সুপার জায়ান্ট।
এছাড়া নিলামে বুঝে শুনে অর্থ খরচ করতে হবে কলকাতা নাইট রাইডার্স ও চেন্নাই সুপার কিংসের। তাদের যথাক্রমে ৫১ ও ৫৫ কোটি রুপির বাজেট আছে। এর মধ্যেই গড়তে হবে দল। সমান ৪৫ কোটি রুপির বাজের হাতে আছে মুম্বাই ইন্ডিয়ান্স ও সানরাইজার্স হায়দরাবাদের। সবচেয়ে কম ৪১ কোটি রুপি বাজেট হাতে আছে রাজস্থান রয়েলসের।