২৮
দ্বিতীয় কিস্তিতে আন্তর্জাতিক মুদ্রা তহিবল–আইএমএফের ঋণের ৬৮ কোটি ২০ লাখ ডলার পাচ্ছে বাংলাদেশ।
বুধবার (১৩ ডিসেম্বর) সংস্থাটির পর্ষদ সভায় এই ঋণ অনুমোদন দেয়া হয়েছে বলে জানিয়েছেন, অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
দ্বিতীয় কিস্তির অনুমোদন দেয়ার আগে, বাংলাদেশে সংস্কারের পদক্ষেপগুলো পরিদর্শন করে আইএমএফের প্রতিনিধি দল। এরপর তাদের মূল্যায়ন ও পর্যবেক্ষণের ভিত্তিতে, বুধবার আইএমএফের পর্ষদে তা অনুমোদন পায়।
এর আগে চলতি বছরের ফেব্রুয়ারিতে, ঋণের প্রথম কিস্তি ৪৭ কোটি ৬২ লাখ ডলার পায় বাংলাদেশ।
আইএমএফ বাংলাদেশকে ৪৭০ কোটি ডলার ঋণ দিবে। মোট ৬ কিস্তিতে এই অর্থ আসবে।
এসএ/দীপ্ত নিউজ