সাতক্ষীরার সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য এবং জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক লায়লা পারভিন সেঁজুতিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২০ মে) ভোরে সাতক্ষীরা শহরের হাটের মোড় এলাকার নিজ বাসভবন থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামিনুল হক জানান, চলতি বছরের ১৮ ফেব্রুয়ারি সাতক্ষীরার বাইপাস সড়কে যুবলীগের মিছিল থেকে নাশকতা সংঘটনের অভিযোগে আলীপুর এলাকার আলাউল ইসলাম বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। ওই মামলার তদন্তে লায়লা পারভিন সেঁজুতির সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়ায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। মঙ্গলবার সকালে তাকে আদালতে পাঠানো হবে।