আওয়ামী লীগ পুনর্বাসনের চেষ্টা করলে বিএনপি আবারও বিপদে পড়বে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি মুখপাত্র ও সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
শনিবার (৩১ জানুয়ারি) বেলা ১১টায় বগুড়া জেলার আদমদিঘী উপজেলার রহিম উদ্দিন ডিগ্রি কলেজ মাঠে জামায়াতে ইসলামী আয়োজিত ‘মার্চ ফর দাঁড়িপাল্লা’ অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে তিনি এ কথা বলেন।
আসিফ মাহমুদ বলেন, বিএনপি যদি আওয়ামী লীগ পুনর্বাসনের চেষ্টা করে তাহলে তা শুধু বিএনপি‘র জন্য নয়, দেশের জন্যও ভয়াবহ পরিস্থিতি তৈরি করবে।
‘বিএনপি চেয়ারম্যান তারেক রহমান উদ্দেশ্য করে‘ তিনি বলেন, অতীতে শেখ হাসিনাকে রাজনীতিতে ফিরিয়ে আনার ভুল সিদ্ধান্তের খেসারত দীর্ঘদিন দেশের মানুষকে দিতে হয়েছে। আওয়ামী লীগ বাকশাল কায়েম করে মানুষের অধিকার হরণ করেছে। সেই দলকে আবার রাজনীতিতে ফিরিয়ে আনা মানে ফ্যাসিবাদকে নতুন করে সুযোগ দেয়া।
এনসিপি মুখপাত্র আরও বলেন, ভবিষ্যতে দেশে আওয়ামী ফ্যাসিবাদ রোধ করতে হলে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিতে হবে। গণভোটের মাধ্যমেই জনগণের প্রকৃত মতামত প্রতিফলিত হবে।
‘মার্চ ফর দাঁড়িপাল্লা’ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বগুড়া–৩ আসনে জামায়াত প্রার্থী নূর মোহাম্মদ আবু তাহের।
এ সময় আরও উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী জেলা আমির আব্দুল হক সরকার, বগুড়া–৪ আসনে প্রার্থী মোস্তফা ফয়সাল পারভেজ, রাকসু ভিপি মোস্তাকুর রহমান জাহিদ, জকসু জিএস আব্দুল আলিম আরিফসহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ।