আওয়ামী লীগের বিচার ও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ, সংস্কার এবং গণপরিষদ নির্বাচনের দাবিতে ফেনীতে বিক্ষোভ মিছিল করেছে জাতীয় নাগরিক পার্টি ফেনী জেলা শাখা।
সোমবার (২৮ এপ্রিল) বিকাল ৫ টায় শহরের ফেনী পৌরসভা প্রাঙ্গণ থেকে মিছিলটি বের হয়ে কলেজ রোড, জেল রোড ও ট্রাংক রোড প্রদক্ষিণ করে শহরের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে গিয়ে শেষ হয়।
এ সময় তারা ’বিচার বিচার বিচার চাই, আওয়ামী লীগের বিচার চাই’ ’নিষিদ্ধ নিষিদ্ধ নিষিদ্ধ চাই, আওয়ামী লীগ নিষিদ্ধ চাই’ বলে নানা স্লোগান দিতে থাকে।
জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় সদস্য জাহিদুল ইসলাম সৈকতের সভাপতিত্বে মিছিলে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় সংগঠক (দক্ষিনাঞ্চল) মুনতাসীর মাহমুদ।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় যুগ্ম আহবায়ক তুহিন আহমেদ, জাতীয় নাগরিক পার্টির জেলা সংগঠক শাহ ওয়ালী উল্লাহ মানিক, সুজা উদ্দিন সজিব, এ্যাডভোকেট মনসুর আব্দুল্লাহ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ফেনী জেলার সংগঠক আবদুল্লাহ আল যোবায়ের, সাবেক সমন্বয়ক মুহাইমিন তাজিম, আবদুল আজিজ ও জাতীয় নাগরিক পার্টির সংগঠক আবদুল কাদের সহ নেতাকর্মীরা।
মামুন/আল