লর্ডসে অ্যাশেজের দ্বিতীয় টেস্টে স্বাগতিক ইংল্যান্ডকে ৪৩ রানের ব্যবধানে হারিয়ে ৫ ম্যাচ সিরিজের ২–০ তে এগিয়ে গেলো অস্ট্রেলিয়া।
রবিবার (২ জুলাই) টেস্টের পঞ্চম দিনে অস্ট্রেলিয়ার দেয়া ৩৭১ রানের টার্গেটের জবাবে ৩২৭ রানে অলআউট হয় ইংল্যান্ড। আগের দিন ৪ উইকেট হারিয়ে অনেকটা বিপদে থাকা ইংলিশরা, দিনের প্রথম সেশন ভালোভাবেই শুরু করে ক্রিজে থাকা ওপেনার বেন ডাকেট ও অধিনায়ক বেন স্টোকসের পার্টনারশিপে। তবে ব্যক্তিগত ৮৩ রানে বেন ডাকেট সাজঘরে ফিরে গেলে বিপদে পরে ইংল্যান্ড।
এরপর জনি ব্যারেস্টোকে বিতর্কিত রান আউটের ফাঁদে ফেলেন অজি উইকেটরক্ষক এলেক্স ক্যারি। তবে এক প্রান্ত আগলে রেখে দ্রুত রান তুলতে থাকেন অধিনায়ক বেন স্টোকস। দিনের দ্বিতীয় সেশনে আউট হওয়ার আগে ৯ চার ও ৯ ছক্কায় ১৫৫ রান করেন এই বাঁহাতি ব্যাটসম্যান। অজি পেসার হ্যাজেলউডের বলে আউট হয়ে ফিরে গেলে, ইংলিশদের জয়ের আশা শেষ হয়ে যায়।
অজি পেসার হ্যাজেলউড, কামিন্স ও স্টার্ক ৩ টি করে উইকেট তুলে নিয়েছেন। ম্যাচসেরা হয়েছেন প্রথম ইনিংসে সেঞ্চুরী করা অজি ডানহাতি ব্যাটসম্যান স্টিভ স্মিথ। সিরিজের তৃতীয় টেস্ট ৬ জুলাই থেকে লিডসে।
ইমাম/দীপ্ত নিউজ