গাজীপুরের শ্রীপুরে জমিসংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে ভাড়াটিয়া সন্ত্রাসীদের হামলায় অন্তত ৭ জন আহত হয়েছেন। এ ঘটনায় দেশীয় অস্ত্রসহ ৪ জনকে আটক করেছে থানা পুলিশ।
সোমবার (১০ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার প্রহলাদপুর ইউনিয়নের ভিটিপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।
আহতদের স্বজনরা জানায় ,সরকারি ১নং খতিয়ানের সাড়ে ৩ বিঘা জমি নিয়ে প্রায় ৪০ বছর যাবত বিরোধ চলছিল নুর উদ্দিন সরকার ও সাইফুল আকন্দের পরিবারের মধ্যে।
গত ২৩ ফেব্রুয়ারি আদালতের রায়ের মাধ্যমে নুর উদ্দিন এর পরিবারকে জায়গা বুঝিয়ে দেওয়া হয় ও খুঁটি পুতে দেওয়া হয়।সরকারের কাছ থেকে লিজ নিয়ে নুর উদ্দিন এর পরিবার ভোগদখল করায় বিবাদের সৃষ্টি হয়।
সোমবার সকালে সাইফুল বহিরাগত লোকজন নিয়ে সেই খুঁটি তুলে সীমানা প্রাচীর ভেঙে ফেলে। এ সময় নুরুদ্দিনের লোকজন বাধা দিতে আসলে সাইফুল এবং তার লোকজন এলোপাথারী ভাবে কুপিয়ে নুরুদ্দিনের পরিবারের ছয়জনকে গুরুতর আহত করেন। এ সময় স্থানীয় লোকজন চলে আসলে দুটি ফাকা গুলি করে ঘটনাস্থল ত্যাগ করেন।
আহত একই পরিবারের নূরউদ্দিন সরকার (৭২),বাহাউদ্দীন সরকার (৬৫),সিরাজ সরকার (৬০), মতিজা বেগম(৫০)সেফালী আক্তার (৪৫),আ: রব সরকার(৩৫)। আহত সবাই ঢাকা পঙ্গু হাসপাতাল গাজীপুর শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল সহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
শ্রীপুর থানার উপকারীদর্শক এসএম মাহমুদুল হাসান জানান হামলাও ভাঙচুরের ঘটনায় পাঁচজনকে আটক করা হয়েছে এ সময় তাদের একটি রামদা সহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।
আল / দীপ্ত সংবাদ