সকল গুঞ্জনকে সত্যি প্রমাণ করেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবাল খান। আফগানিস্তানের বিপক্ষে চলমান সিরিজের মাঝপথেই সংবাদ সম্মেলনে আজ এই সিদ্ধান্ত জানান তিনি।
বৃহস্পতিবার (৬ জুলাই) চট্টগ্রামের এক হোটেলে আগে থেকেই এক প্রেস কনফারেন্সের আয়োজন করেন তিনি। তখন থেকেই চারিদিকে গুঞ্জন চলছিল তার অধিনায়কত্ব ছাড়ার ব্যাপারে। তবে সবাইকে অবাক করে দিয়ে দীর্ঘ ১৬ বছরের আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিলেন তিনি। গতকাল আফগানিস্তানের বিপক্ষে তার ক্যারিয়ারের শেষ ম্যাচ ছিল বলে জানান তিনি।
অশ্রুসিক্ত নয়নে তামিম বলেন, ‘আফগানিস্তানের বিপক্ষে গতকালের ম্যাচটিই আমার ক্যারিয়ারের শেষ ম্যাচ। এই মুহূর্ত থেকে আমি আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাচ্ছি। সিদ্ধান্তটি হুট করে নেওয়া নয়। অনেক দিন ধরেই আমি এটা নিয়ে ভাবছি। পরিবারের সঙ্গে কথাও বলেছি এটা নিয়ে।’
এরপর তার বাবার কথা স্মরণ করে দীর্ঘ নিশ্বাস ফেলে অশ্রুসিক্ত আবেগে ভেঙে পরেন তিনি। তিনি বলেন, ‘আমি সব সময়ই একটা বলেছি, আমি ক্রিকেট খেলি আমার বাবার স্বপ্ন পূরণ করার জন্য। আমি জানি না তাকে কতটা গর্বিত করতে পেরেছি এই ১৬ বছরে।’
এছাড়াও তিনি তার অবসরের বিষয়ে সাংবাদিকদের বেশি কৌতূহলী হতে না করেন। তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন তার পরিবার, সকল কোচ, সকল খেলোয়াড় ও সকল গণমাধ্যমকর্মীদের প্রতি।
তামিম ইকবালের ওয়ানডে অভিষেক হয়েছিল ২০০৭ সালের ৯ ফেব্রুয়ারি কেনিয়ার বিপক্ষে। দীর্ঘ ১৬ বছরের ক্যারিয়ারে সব ফরমেট মিলিয়ে ৩৮৯ ম্যাচ খেলে ১৫২০৫ রান করেছেন তিনি। বাংলাদেশের একমাত্র ব্যাটসম্যান হিসেবে ১৫ হাজার ইন্টারন্যাশনাল রানের মালিকও তিনি। তার ক্যারিয়ারে রয়েছে ২৫ টি সেঞ্চুরি ও ৯৪ টি হাফ সেঞ্চুরি।
ইমাম/দীপ্ত নিউজ