ফুরাচ্ছে অলিম্পিকে ক্রিকেট দেখার অপেক্ষা। ১২৮ বছর পর ২০২৮ সালে লস অ্যাঞ্জেলেস অলিম্পিকেই প্রত্যাবর্তন করতে পারে ক্রিকেট। সর্বশেষ ১৯০০ সালে প্যারিস অলিম্পিকে হয়েছিল ক্রিকেট।
এলএ ২৮ অলিম্পিক কমিটি লস অ্যাঞ্জেলেসে হতে যাওয়া অলিম্পিকে ক্রিকেটকে অন্তর্ভুক্ত করার ব্যাপারে সুপারিশ করেছে। ১৪ ও ১৫ অক্টোবর ভারতের মুম্বাইয়ে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির (আইওসি) নির্বাহী বোর্ডের সভায় হবে চূড়ান্ত সিদ্ধান্ত।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল রাতে এলএ ২৮ ক্রিকেটের অন্তর্ভুক্তি বিষয়টি নিশ্চিত করেছে। ক্রিকেট, বেসবল, ফ্ল্যাগ ফুটবল, ল্যাকরোসে ও স্কোয়াশ—পাঁচটি খেলাকে লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে অন্তর্ভুক্তির জন্য বিবেচনা করার কথা জানানো হয়ে ওই সংবাদ বিজ্ঞপ্তিতে।
আইসিসি চেয়ারম্যান গ্রেগ বার্কলে বলেন, চূড়ান্ত সিদ্ধান্ত এখনো নেওয়া হয় নি, তবে ক্রিকেটকে আবারও অলিম্পিকে জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
শেষ পর্যন্ত ক্রিকেট অন্তর্ভুক্ত হলে সেটি হবে টি–টোয়েন্টি সংস্করণে। নারী–পুরুষ দুই বিভাগেই ছয়টি করে দল সুযোগ পাবে খেলার। একটি নির্ধারিত সময়ে র্যাঙ্কিংয়ে শীর্ষে থাকা ছয়টি দল পাবে সেই অলিম্পিকে খেলার সুযোগ।
১৯৯৮ কুয়ালালামপুর ও বার্মিংহামে ১৯৯৮ ও ২০২২ কমনওয়েলথ গেমসে ক্রিকেট ছিল। তবে অলিম্পিকে সর্বশেষ ক্রিকেট হয়েছে ১৯০০ সালে। ১২৮ বছর আগে প্যারিস অলিম্পিকে ফ্রান্সকে হারিয়ে স্বর্ণপদক জিতেছিল ইংল্যান্ড।
এসএ/দীপ্ত নিউজ