৪৯
প্যারিস অলিম্পিকে শুটিংয়ের ১০ মিটার এয়ার রাইফেল দলগত মিশ্র ইভেন্টে আসরে প্রথম পদক জিতেছে কাজাখস্তান। দলটি ব্রোঞ্জ জিতেছে।
এরপর শুটিংয়ে ১০ মিটার এয়ার রাইফেলে দুর্দান্ত লড়াইয়ের পর মিশ্র দলগতে স্বর্ণ জিতেছে চীন। ফাইনালে দক্ষিণ কোরিয়ার জিহিউম কিউম–হাজুন পার্ক জুটিকে ১৬–১২ পয়েন্টে হারিয়েছে চীনের লিহাও সেং–ইয়ুতিং হুয়াং জুটি।
শুক্রবার রাতে জমকালো উদ্বোধনের পর শনিবার সকাল থেকে শুরু হয়েছে ক্রীড়াবিদদের শ্রেষ্ঠত্বের লড়াই। প্রথম দিনই অনুষ্ঠিত হবে ১৪টি স্বর্ণের নিষ্পত্তি।
আল / দীপ্ত সংবাদ