রবিবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ | ৫ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
রবিবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ | ৫ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে উদযাপিত হল মহান বিজয় দিবস

দীপ্ত নিউজ ডেস্ক
1 minutes read

মহান বিজয় দিবস ২০২২ যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষ্যে প্রেসিডেন্সি ইউনিভার্সিটির উদ্যোগে ১৬ ডিসেম্বর ২০২২, সকাল ৭ঃ৩০ মিনিটে পতাকা উত্তোলন এর মধ্যে দিয়ে শুরু হয় বিজয় র্যালি ।

উক্ত র্যালিতে প্রেসিডেন্সি ইউনিভার্সিটির মাননীয় উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মোহাম্মদ মুনিরুজ্জামান, ইউনিভার্সিটি এডভাইজার মেজর জেনারেল কাজী আশফাক আহমেদ (অবঃ), ইঞ্জিনিয়ারিং অনুষদের ডীন অধ্যাপক ড. আবুল লাইস এমএস হক, ইউনিভার্সিটি রেজিস্ট্রার মোঃ রুহুল আমিন, বিভিন্ন বিভাগের সম্মানিত বিভাগীয় প্রধানগণ, শিক্ষক-শিক্ষিকাবৃন্দ, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এবং শিক্ষার্থীদের অংশগ্রহনের মাধ্যমে গুলশান ক্যাম্পাস থেকে শুরু হয়ে বিজয় র্যালি গুলশান-২ সার্কেল প্রদক্ষিণ করে এবং গুলশান ক্যাম্পাসস্থ কনফারেন্স হলে আলোচনা সভার আয়োজন করা হয়।

একই সাথে ইউনিভার্সিটির পক্ষে ইউনিভার্সিটি রেজিস্ট্রার মোঃ রুহুল আমিন এবং ইউনিভার্সিটি প্রক্টোরিয়াল টিম ও কর্মকর্তা ও ছাত্র-ছাত্রীবৃন্দ সহ জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন।

উক্ত আলোচনা সভাটিতে প্রেসিডেন্সি ইউনিভার্সিটির উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মোহাম্মদ মুনিরুজ্জামান এর সভাপতিত্বে জাতীয় সংগীতের প্রতি দাঁড়িয়ে সম্মান প্রদর্শণ করার পর স্বাগত বক্তব্য রাখেন ইউনিভার্সিটি রেজিস্ট্রার মোঃ রুহুল আমিন আরও বক্তব্য রাখেন ইঞ্জিনিয়ারিং অনুষদের ডীন প্রফেসর আবু লাইস এমএস হক এবং বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগণ।

সভাপতির বক্তব্যে সভাপতি বর্তমান বিশ্বের সাথে তাল মিলিয়ে এগিয়ে চলতে ছাত্র-ছাত্রীদেরকে প্রযুক্তি ও আইটি বিষয়ে জ্ঞান আহরণের প্রতি জোর দেন। উক্ত অনুষ্ঠানে আলোচকবৃন্দ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ সকল শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি সম্মান ও শ্রদ্ধা জ্ঞাপন করেন। বক্তাগণ তাদের প্রাঞ্জল বক্তব্যের মাধ্যমে ছাত্র-ছাত্রীদেরকে মুক্তিযুদ্ধের চেতনা হৃদয়ে ধারণ করে দেশের সেবায় নিবেদিত প্রাণ হয়ে কাজ করার আহ্বান জানান।

আরও পড়ুন

সম্পাদক: এস এম আকাশ

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

স্বত্ব © ২০২৩ কাজী মিডিয়া লিমিটেড

Designed and Developed by Nusratech Pte Ltd.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More