ভারত নিয়ন্ত্রিত অরুণাচল প্রদেশ ও লাদাখ সংলগ্ন আকসাই চিনকে নিজেদের ভূখণ্ড হিসেবে চিহ্নিত করেছে চীন।
সোমবার প্রকাশিত চীনের নতুন মানচিত্রে তাইওয়ান ও দক্ষিণ চীন সাগরকেও চীনের অংশ বলে দাবি করা হয়েছে।
মানচিত্রে অরুণাচল প্রদেশকে চীনের দক্ষিণ তিব্বত বলে দাবি করেছে চীন। ১৯৬২ সালের চীন–ভারত যুদ্ধে আকসাই চিন দখলে নেয় চীন। এছাড়া তাইওয়ান ও দক্ষিণ চীন সাগরকেও মানচিত্রে অন্তর্ভুক্ত করে নিজেদের অংশ বলে দাবি করেছে বেইজিং।
চীনা কর্তৃপক্ষ জানিয়েছে, চীনা ভূখণ্ড সম্পর্কে সবাইকে সচেতন করতে আন্তর্জাতিক নীতি মেনে নতুন মানচিত্র প্রকাশ করা হয়েছে। এ ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছে ভারত।
ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর জানিয়েছেন, চীনের নতুন এ মানচিত্রের কোনো মূল্য নেই এবং অন্য দেশের অংশকে নিজেদের অংশ হিসেবে দেখানো চীনের পুরোনো অভ্যাস।
ভারতের বিরোধীদল কংগ্রেস নেতা রাহুল গান্ধী বলেছেন, চীন ভারতের লাদাখের দিকে অগ্রসর হচ্ছে। তারা ভারতের জমি দখলের চেষ্টা চালাচ্ছে। এ বিষয়ে প্রধানমন্ত্রীর দ্রুত পদক্ষেপ নেয়া উচিত।
গত সপ্তাহে দক্ষিণ আফ্রিকায় ব্রিকস শীর্ষ সম্মেলনের ফাঁকে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সংক্ষিপ্ত বৈঠক করেন। সীমান্ত উত্তেজনা নিরসনে দুজনই সম্মত হন। কিন্ত ওই বৈঠকের পরই নতুন মানচিত্র প্রকাশ করলো চীন।
এসএ/দীপ্ত নিউজ