চট্টগ্রামের রেয়াজুদ্দিন বাজারে কাঁচামরিচের আড়তে অভিযানের খবরেই দাম নেমেছে অর্ধেকে। সোমবার (০৩ জুলাই) সকালে সাড়ে ৫শ‘ থেকে ৬শ‘ টাকায় বিক্রি হওয়া মরিচ দুপুর থেকেই বিক্রি হচ্ছে আড়াই শ‘ থেকে ২শ‘ ৮০ টাকা কেজি দরে।
সকাল সাড়ে ১১ টায় দেশের দ্বিতীয় বৃহত্তম এই বাজারের কাঁচা মরিচের আড়তে অভিযান শুরু করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। অভিযানের খবরে অনেক আড়তদার আড়ৎ বন্ধ করে সরে পড়ে। বাকি যারা অবস্থান করছিলো মুহুর্তেই দাম কমিয়ে দেয় তারা।
এসময় অনেক ক্রেতাকে ক্ষোভ প্রকাশ করে জানান এধরণের অতিরিক্ত দাম বাড়িয়ে যারা বাজার অস্থিরতা করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া উচিত।
সাধারণত ভোক্তাদের অভিযোগের প্রেক্ষিতে অতিরিক্ত দামে মরিচ বিক্রি করার অভিযোগে বেশ কয়েকটি আড়ত ও দোকানদারকে জরিমানা ও সতর্ক করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের কর্মকর্তারা। এতে কাজ না হলে আইনের কঠোর প্রয়োগের হুশিয়ারিও দেন তারা।
রুনা আনসারী/ শায়লা/ দীপ্ত সংবাদ