২০
অভিনেত্রী রুনা খানের বাবা ফরহাদ হোসেন মারা গেছেন। রবিবার (১০ মার্চ) দিনগত রাতে বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন তিনি।
সোমবার (১০ মার্চ) সকালে বাবার মৃত্যুর খবর নিশ্চিত করে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দিয়েছেন রুনা খান। তিনি বলেন, ‘আমার আব্বু চলে গেলেন..! তার আত্মার শান্তি কামনা করছি।’
ব্যক্তিজীবনে সরকারি চাকরিজীবী ছিলেন রুনা খানের বাবা। টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার মসদই গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। সেখানেই তার দাফন অনুষ্ঠিত হতে পারে বলে জানা গেছে।
রুনা খানের বাবার মৃত্যুর খবরে শোকপ্রকাশ করেছেন তার সহকর্মী ও ভক্তরা।