গাজীপুরে রাজবাড়ী মাঠে জানাজা নামাজ শেষে অভিনেতা আহমেদ রুবেলের দাফন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) গাজীপুর সিটি করপোরেশন কবরস্থানে তাকে সমাহিত করা হয়।
এর আগে দুপুরে তার মরদেহ নিয়ে আসা হয় জেলার উত্তর ছায়াবীথি নিজ বাড়িতে। বাদ আসর ঐতিহাসিক রাজবাড়িতে নিয়ে যাওয়া হয় তার মরদেহবাহী গাড়ী।
জানাজায় অংশ নেন সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী, গাজীপুর–২ আসনের সংসদ সদস্য জাহিদ আহসান রাসেল। জানাজায় অংশ নিয়ে সবাই তার মাগফেরাত কামনা করেন।
গতকাল বুধবার সন্ধ্যায় নূরুল আলম আতিকের ‘পেয়ারার সুবাস’ ছবির উদ্বোধনী শোতে উপস্থিত থাকার কথা ছিল আহমেদ রুবেলের। শোতে যোগ দিতে বসুন্ধরা শপিং মলের বেজমেন্টে গাড়ি থেকে নামার পর অজ্ঞান হয়ে যান রুবেল। পরে বেসরকারি একটি হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
১৯৬৮ সালে চাঁপাইনবাবগঞ্জে জন্ম হলেও ছোটবেলা থেকেই বেড়ে উঠেছেন ঢাকা শহরে। পরিবারসহ থাকতেন গাজীপুরে। গিয়াস উদ্দিন সেলিমের ‘স্বপ্নযাত্রা’ দিয়ে নাটকে পা রাখেন তিনি।