ঢাকার প্রবেশমুখে অবস্থান কর্মসূচিকে কেন্দ্র করে পুরনো ঢাকার নয়াবাজার ও ধোলাইখালে পুলিশের সাথে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ চলছে। পুলিশ ও আওয়ামী লীগ সমর্থকদের ধাওয়ায় ছত্রভঙ্গ হয়ে গেছে উত্তরায় জড়ো হওয়া নেতাকর্মীরাও।
শনিবার (২৯ জুলাই) বেলা ১১টার পর থেকে লাঠিসোঁটা হাতে জড়ো হতে থাকেন বিএনপি নেতাকর্মীরা। এক পর্যায়ে গুরুত্বপূর্ণ সব সড়কে অবস্থান নেন দলটির নেতাকর্মীরা। পুলিশের সঙ্গে দফায় দফায় সংঘর্ষে জড়ান তারা। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন; আটক করা হয়েছে অনেককে।
পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন বিএনপি কর্মীরা। কয়েক জায়গায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাঁদানো গ্যাস নিক্ষেপ করে পুলিশ।
রাজনৈতিক এই পাল্টাপাল্টি অবস্থানের মধ্যেই পুলিশ জানিয়েছিলো যে কেউ শনিবার কোনো কর্মসূচি পালনের চেষ্টা করলে তারা কঠোর ব্যবস্থা নেবে। পুলিশের পক্ষ থেকে নিরাপত্তা জোরদার করা হয়েছিলোে।
রাতেই ডিএমপি জানিয়েছিলো যে আইনশৃঙ্খলা অবনতির গোয়েন্দা প্রতিবেদন ও জনদুর্ভোগের বিষয়টি বিবেচনায় আগামীকালের (শনিবার) সকল রাজনৈতিক দলের অবস্থান কর্মসূচি পালনে ডিএমপির পক্ষ থেকে অনুমতি দেয়া হলো না।
এর আগে শুক্রবার নয়াপল্টনের মহাসমাবেশ থেকে বিএনপি আজ শনিবার বেলা এগারটা থেকে বিকেল চারটা পর্যন্ত ঢাকার সব গুরুত্বপূর্ণ প্রবেশমুখে অবস্থান কর্মসূচি ঘোষণা করেছিলো।
বিএনপি ছাড়াও তাদের সাথে সরকার বিরোধী আন্দোলনে থাকা দল ও জোটগুলোও ঢাকার বিভিন্ন স্থানে এই কর্মসূচি পালনের কথা।
জবাবে সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত আমিনবাজার, গাবতলী, টঙ্গী ও আব্দুল্লাপুরসহ কয়েকটি স্থানে অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দেয় যুবলীগ।
আফ/দীপ্ত নিউজ