যানজট নিরসনে অবশেষে স্থানান্তর হতে যাচ্ছে কারওয়ান বাজার। এতে স্থানান্তরিত হবে প্রায় দেড় হাজারের বেশি দোকান। বৃহস্পতিবার (৮ জুন) দুপুরে কারওয়ান বাজারের ব্যবসায়ীদের সাথে মত বিনিময়কালে এ তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী ও ঢাকা উত্তরের মেয়র।
ব্যবসায়ীদের সাথে সমন্বয় করতে ১১ সদস্যের কমিটি ১৫ দিনের মধ্যে একটি প্রতিবেদন জমা দেয়া কথা জানিয়েছেন ঢাকা উত্তরের মেয়র।
কারওয়ান বাজারে ঢাকা উত্তর সিটি করপোরেশনের চারটি মার্কেট ও আড়ৎ রয়েছে। এছাড়া রয়েছে প্রায় দেড় হাজারের বেশি দোকান। প্রতিদিন রাস্তা ও ফুটপাতে আরও এক হাজারের বেশি হকার বিভিন্ন পণ্যের পসরা সাজিয়ে বসেন। ফলে এই এলাকায় নিয়মিত লেগে থাকে যানজট। এই যানজট নিরসনের জন্য ২০১৯ সালের জানুয়ারিতে এ বাজার স্থানান্তরের সিদ্ধান্ত নেয়া হয়। কিন্তু তা আজও বাস্তবায়িত হয়নি।
সম্প্রতি সিদ্ধান্ত হয় কারওয়ান বাজারের প্রায় ৯ শতাধিক দোকান চলে যাবে যাত্রাবাড়ীর ধলপুরে। বাকি দোকানগুলো কিছু আমিনবাজার ও গাবতলীতে নেয়া হবে। কারওয়ান বাজারের ব্যবসায়ীদের সাথে মত বিনিময়কালে এ তথ্য জানালে ব্যবসায়ীরা সরকারের এই সিদ্ধান্তের প্রতিবাদ জানান।
উত্তর সিটির মেয়র বলেন, কারওয়ান বাজার থেকে ১০০ গুন ভালো জায়গায় স্থানান্তর হবে ব্যবসায়ীরা। তার এই বক্তব্যে উত্তেজিত হয়ে পরে ব্যাবসায়ীরা।
মেয়র বলেন, ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে কারওয়ান বাজারের তিনটি মার্কেট। রাজধানীর মধ্যে কোন পাইকরি বাজার বা আড়ৎ রাখতে দেয়া হবে না বলেও হুশিয়ারি দেন তিনি ।
মতবিনিময় সভায় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কারওয়ান বাজার মার্কেট ঝুঁকিপূর্ণ বলে ব্যবসায়ীদের অন্যত্র সরিয়ে নেয়ার উদ্যোগ নেয়া হয়েছে। তবে ব্যবসায়ীরা যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেদিকে খেয়াল রাখা হবে বলেও জানান মন্ত্রী।
আফ/দীপ্ত নিউজ