গত দুই সপ্তাহ ধরে তীব্র গরমে হাঁসফাঁস অবস্থা। টানা কয়েক দিনের তীব্র দাপদাহে অতিষ্ট মানুষের জীবন যাত্রা। তাই দেশজুড়ে প্রতিক্ষা ছিলো এক পশলা বৃষ্টির।
অবশেষে সিলেটের সীমান্তবর্তী কোম্পানীগঞ্জ উপজেলায় হঠাৎ নামলো বৃষ্টি। তীব্র গরমে হাঁসফাঁস করা জনজীবনে এলো স্বস্তির পরশ। সোমবার (১৭ এপ্রিল) রাত ৮টা ৫০ মিনিটের দিকে প্রথমে হালকা বাতাস, মুহুর্মুহু বজ্রপাত এবং পরে বৃষ্টি শুরু হয়।
সময়ের সঙ্গে বাড়তে থাকে বাতাসের গতি। মুহূর্তে শীতল হাওয়ায় স্বস্তি নামে জনমনে। রাত ১০টার দিকে নামে শিলা বৃষ্টি। এছাড়া, সিলেটের জৈন্তাপুর, কানাইঘাটসহ কয়েকটি এলাকায় বৃষ্টি হওয়ার খবর পাওয়া গেছে। অনেকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বৃষ্টির খবর জানিয়ে স্বস্তি প্রকাশ করছেন।
সিলেট আবহাওয়া অফিস জানিয়েছে, ‘আগেই বৃষ্টির আভাস দেওয়া ছিল। কোম্পানীগঞ্জসহ বেশ কয়েক জায়গায় বৃষ্টি হচ্ছে। সিলেট নগর ও আশপাশ এলাকায়ও বৃষ্টির জোর সম্ভাবনা আছে।‘
এর আগে আবহাওয়া অফিস জানিয়েছিল, সোমবার (১৭ এপ্রিল) দেশের তিনটি বিভাগের কোথাও কোথাও বৃষ্টি হতে পারে। এর মধ্য দিয়ে কমবে তাপমাত্রা।
পাশাপাশি আগামী ২৩ এপ্রিল থেকে সারাদেশে হালকা থেকে মাঝারি বৃষ্টিসহ হাওরাঞ্চলে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।
আফ/দীপ্ত সংবাদ