অবশেষে দৈনিক যায়যায়দিন পত্রিকার ডিক্লারেশন ফিরে পেলেন এর প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রবীণ সাংবাদিক শফিক রেহমান। দীর্ঘ ১৭ বছর পর পত্রিকাটির প্রকাশনা অনুমতি পুনরুদ্ধার করা হলো। মঙ্গলবার (১৮ মার্চ) ঢাকা জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক তানভীর আহমেদের সই করা এক অফিস আদেশে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
ঢাকা জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (প্রকাশনা ও ছাপাখানা শাখা) নুসরাত নওশীন জানিয়েছেন, শফিক রেহমানের আবেদনের পরিপ্রেক্ষিতে বিষয়টি পুনঃপর্যালোচনা করা হয় এবং প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে ডিক্লারেশন ফেরত দেয়া হয়েছে।
এর আগে, প্রকাশনার নিয়ম লঙ্ঘনের অভিযোগ তুলে ২০০৭ সালে দৈনিক যায়যায়দিনের ডিক্লারেশন বাতিল করা হয়েছিল। অভিযোগ ছিল, অনুমোদিত প্রেসে পত্রিকাটি ছাপানো হচ্ছিল না, বরং প্রিন্টার্স লাইনে ভুল তথ্য দেয়া হচ্ছিল। তদন্ত শেষে এই অভিযোগ সত্য প্রমাণিত হলে সরকারের পক্ষ থেকে পত্রিকাটির ডিক্লারেশন বাতিল করা হয়।
ঢাকা জেলা প্রশাসনের জারি করা অফিস আদেশ অনুযায়ী, ‘ছাপাখানা ও প্রকাশনা (ঘোষণা ও নিবন্ধন) আইন, ১৯৭৩’–এর ১০ ধারা লঙ্ঘনের দায়ে ২০০৭ সালে পত্রিকাটির প্রকাশক ও মুদ্রাকর সাঈদ হোসেন চৌধুরীর নামে থাকা ঘোষণাপত্র বাতিল করা হয়।
তবে দীর্ঘ আইনি ও প্রশাসনিক লড়াইয়ের পর শফিক রেহমানের আবেদনের ভিত্তিতে নতুন করে পর্যালোচনা শেষে পত্রিকাটির ডিক্লারেশন পুনর্বহাল করা হলো।