ঢালিউডের আলোচিত–সমালোচিত দুই চিত্রনায়িকা অপু বিশ্বাস আর পরীমণি। তবে এই দুই নায়িকার মধ্যে দারুণ সম্পর্ক, এমনটা অতিতে বহুবার দেখা গেছে। পরীকে নিজের বোন বলেও সম্বোধন করেন অপু।
তবে এক সাক্ষাৎকারে এই পরীমণি বলেন, ‘অপুদির সঙ্গে তো আমার এত খাতির নাই। আড্ডাবাজির সম্পর্কও না। অপুদি কী রান্না করছ, খেতে আসতেছি, এই ধরনের সম্পর্ক তো মোটেও না। তবে অপুদিকে আমি পছন্দ করি, ভালোবাসি এটা সত্য। কিন্তু উনি আমাকে কতটা পছন্দ করেন, এটা আমি বুঝতে পারি না মাঝেমধ্যে।’
শুধু তাই নয়, সম্পর্কটা যে উল্টো তিক্ততায় পরিণত হয়েছে তার আঁচ পাওয়া গেছে পরীর আজকের স্ট্যাটাসে।
আজ সকাল সকাল ঘুম থেকে উঠেই পরীমণি স্ট্যাটাস দিয়েছেন। তিনি লিখেছেন, ‘অ্যানাউন্সমেন্ট বোলে! তাও ঈদ ক্যাম্পেইন অ্যানাউন্সমেন্ট!! বাবাগো, একটা চায়না ফোন দিয়ে এখনকার পিচ্চি পোলাপান দিনে কয়েক’শ এর থেকে ভালো রিলস বানায় রেনডমলি! এক বরবাদ যে তোমাদের মতন পরগাছা উকুনদের তামাম জিন্দেগীর অস্তিত্ব নিয়ে লারাবাড়া করে দিলো সেটা আর বলতে..’
অনেকেই ভাবতে পারেন, এখানে তো কোথাও অপু বিশ্বাসের নাম নেই। তবে যারা সোশ্যাল মিডিয়ায় এই দুই নায়িকাকে অনুসরন করেন তারা ঘটনাটি ঠিক ধরে ফেলেছেন। কারণ অপু বিশ্বাস গতকাল দিনের বেলা একটি স্ট্যাটাস দিয়েছিলেন। তাতে একটি ঘোষণা ছিলো যে, ‘অ্যানাউন্সমেন্ট, ঈদ ক্যাম্পেইন কামিং টুনাইট’।
পরীমণির স্ট্যাটাসে অপুর সেই ঘোষণাই ব্যঙ্গাত্মক করতে দেখা গেছে। শুধু তাই নয়, অপু বিশ্বাসের ফেসবুক পেইজ, অ্যাকাউন্টে বিভিন্ন রিলস, ভিডিও প্রকাশ পায়। পরীমণির স্ট্যাটাসের নিশানায় সেসবও ছিল।
যে কারণে ভক্তদেরও বুঝতে কষ্ট হয়নি কাকে উদ্দেশ্য করে স্ট্যাটাসটি দিয়েছেন পরীমণি।
যদিও দুজনের ভালো সম্পর্ক হঠাৎই কেন খারাপ হয়ে গেল, সেই প্রশ্নের উত্তরের খোঁজ করছেন ভক্তরা। অনেকেই বলছেন, নিজেদের কাজ নিয়েই অপু–পরী একজন অন্যজনের সঙ্গে দ্বন্দ্বে লিপ্ত হয়েছেন।
আল